সমাজের পিছিয়ে পড়া বাচ্চাদের সঙ্গে পূজোর আনন্দ ভাগ করে নিলেন অভিজিৎ, অর্ণবরা

সমাজে পিছিয়ে পরা বাচ্চাদের পাশে দাঁড়ালেন প্রাক্তন ফুটবলার অভিজিৎ মণ্ডল দুর্গা পুজোর আগে পিছিয়ে পরা বাচ্চাদের পাশে দাঁড়ালেন অভিজিৎ মণ্ডলতুলে দিলেন নতুন জামা ও মিষ্টিঅভিজিতের সঙ্গে ছিলেন আর্ক ফুটবলার অর্ণব মণ্ডল

Share this Video

তোমার আমার নয়। পুজো সবার। এই কথাকে মাথায় রেখেই সমাজের পিছিয়ে পরা বাচ্চাদের পাশে প্রাক্তন ফুটবলার অভিজিৎ মণ্ডল ও তাঁর অ্যাকাডেমি। মহালয়ার দিন অভিজিৎ তাঁর অক্যাডেমির মাঠে আয়োজন করেছিলেন ছোট্ট একটি অনুষ্ঠানের। ফুটবল খেলার পাশাপাশি সমাজের পিছিয়ে পরা বাচ্চাদের পুজোর উপহার তুলে দিলেন অভিজিৎ। অনুষ্ঠানে পিছিয়ে পরা বাচ্চাদের মুখে হাসি ফোটাতে একটি প্রীতি ম্যাচেরও আয়োজন করা হয়। অভিজিতের ডাকে সারা দিয়ে অনুষ্ঠানে এসেছিলেন আরও এক ফুটবলার অর্ণব মণ্ডল। প্রথম বছর তাই আয়োজন ছোট করে। তবে আগামী দিনে এই উদ্যোগকে আরও বড় আকারে তুলে ধরতে চান অভিজিৎ, অর্ণবরা। সঙ্গে অবশ্যই থাকছে ভালো প্রতিভাবান ফুটবলারের খোঁজ।

Related Video