Durga Puja 2022 : দুর্গাপুজো থেকে কালীপুজো, পাঁচ লক্ষ পদ্মফুল মালদার হিমঘরে মজুত
দুর্গাপুজোয় পদ্মফুলের যোগান ঠিক রাখতে আগে থেকেই প্রস্তুতি। পুজোর প্রায় একমাস আগে থেকে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে পদ্মফুল সংগ্রহ করে মালদহে হিমঘরে মজুত শুরু হয়েছে। দুর্গাপুজো থেকে কালীপুজো পর্যন্ত বাজারে পর্যাপ্ত পদ্মের যোগান ঠিক রাখতে এখনও পর্যন্ত পাঁচ লক্ষ পদ্মফুল হিমঘরে মজুত করে রাখা হয়েছে, জানালেন মালদা জেলা কোল্ড স্টোর অনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি উজ্জ্বল সাহা। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা থেকে পদ্মফুল সংগ্রহ করে নিয়ে এসেছেন তারা।
বর্তমানে অধিকাংশ পুকুরে মাছ চাষ শুরু হয়েছে। পদ্মের চাষ অনেকটাই কমে গিয়েছে। তার উপর এই বছর মালদহে পর্যাপ্ত বৃষ্টিপাত হয়নি। যে সমস্ত পুকুরে এখনও পদ্মের চাষ হয়, বৃষ্টির জলের অভাবে পাতা হয়নি, ফুল ফোটেনি। তাই পুজোয় পদ্মের যোগান দিতে আগে থেকেই ফুল ব্যাবসায়ীরা দূর দূরান্ত থেকে ফুল সংগ্রহ করে মজুত করতে শুরু করেছেন। এখানে মজুত রাখা পদ্মফুল পুজোয় উত্তরবঙ্গের প্রায় প্রতিটি জেলায় পাঠানো হয়। এমনকি মালদহের হিমঘর থেকে আসামে দুর্গাপুজোয় পদ্ম পাঠানো হয়, এমনটাই দাবি ব্যাবসায়ীদের।