Asianet News BanglaAsianet News Bangla

দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর ফুটবল ক্লাবের দুর্গাপূজা ৪৫ তম বর্ষে, এবারের ভাবনা 'নিরুদ্দেশের খোঁজে'

দক্ষিণ দিনাজপুর জেলার অন্যান্য বিগ বাজেটের দুর্গাপূজা গুলির মধ্যে অন্যতম গঙ্গারামপুর ফুটবল ক্লাবের দুর্গাপূজা ।  এই পূজা এবছর ৪৫ তম বর্ষে পদার্পণ করল , এ বছরের থিম 'নিরুদ্দেশের খোঁজে' 

Sep 23, 2022, 2:28 PM IST

দক্ষিণ দিনাজপুর জেলার অন্যান্য বিগ বাজেটের দুর্গাপূজা গুলির মধ্যে অন্যতম গঙ্গারামপুর ফুটবল ক্লাবের দুর্গাপূজা | এবারের তাদের ভাবনা 'নিরুদ্দেশের খোঁজে' | পাট আঁশ দিয়ে ও পাটের সমস্ত কিছু দিয়ে তৈরি হচ্ছে মডেল থিম | এই থিমের উদ্দেশ্য মানুষের জীবন থেকে যেসব কিছু হারিয়ে গেছে সেগুলি এই থিমের মাধ্যমে তুলে ধরা | গঙ্গারামপুর ফুটবল ক্লাবের এবছরের বাজেট ২০ লক্ষ টাকা | প্রসঙ্গত এই ক্লাব প্রতিবছর জেলার সেরা শিরোপা পায় | পুজো উপলক্ষে প্রতিবছরের মত এবছর ও মেলা বসবে | সেখানে পূজার পাঁচদিনই থাকবে দিদি নাম্বার ওয়ানের আদলে বিভিন্ন রকম খেলা বলে জানান পূজা কমিটির সদস্য