Kali Puja 2022 : এখানে কৃষ্ণকালী রূপে পুজিত হবেন মা কালী, দমদম মিলন সংঘের চমক
এবছর ৪৯ তম বছরে পা দিল দমদমের মিলন সংঘের পুজো। এই ক্লাবটি ২০,০০০ বর্গ ফুটের। এখানে মায়ের মূর্তি ১৪০ ফুট উচ্চতার। এবছর পুজোর থিমের মধ্য দিয়ে কৃষ্ণের কালী রূপের কাহিনি উঠে আসতে চলেছে। মন্ডপে ঢোকার মুখেই রয়েছে কৃষ্ণের বাঁশি। দুদিকে দুটো স্তম্ভ করে তার ওপর রয়েছে কৃষ্ণের হাত। তাতে ধরা তাঁর বাঁশি।
দমদমে মিলন সংঘে পুজো বেশ খ্যাত। প্রতি বছরই কোনও না কোনও বিশেষ ভাবনার প্রকাশ করতে চান ক্লাব কর্তৃপক্ষ। এর বছরও তার অন্যথা হয়নি। ২১ অক্টোবর উদ্বোধন হয়েছে পুজো প্যান্ডেল। যেখানে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যক্তিরা। ইসকন থেকে এসেছিলেন রাধা রামন দাস। ছিলেন ডেপুটি হাই কমিশনার বাংলাদেশ এমবাসি।