Durga Puja 2022 : এই দুর্গাপুজোয় মাতেন হিন্দু-মুসলমান উভয়েই, এই পুজোয় কোন জাত-পাত নেই

এই দুর্গাপুজোয় মাতেন হিন্দু-মুসলমান উভয়েই। এই পুজোয় কোন জাত-পাত নেই। পূর্ব বর্ধমানের আউশগ্রামের গোয়ালআড়া গ্রামের দুর্গাপুজো আগে ছিল মণ্ডল পরিবারের পারিবারিক পুজো। আর্থিক সমস্যার কারণে মণ্ডল পরিবার আর পুজো চালাতে পারেনি। তখন থেকেই পুজোর দায়িত্ব নেয়  গ্রামবাসীরা। কাঁধে কাঁধ মিলিয়ে হিন্দুদের পাশাপাশি এগিয়ে আসেন গ্রামের মুসলিম ধর্মালম্বী মানুষজনও। ফলে গোয়ালআড়া গ্রামের দুর্গাপুজো সর্বধর্মের সম্প্রীতির পুজো হয়ে উঠেছে।দুর্গামন্দির পরিস্কার রাখতে ঝাঁটপাট দেওয়া থেকে পুজোর বাজারহাট সব কাজেই সমানভাবে  গ্রামের  মুসলিম সম্প্রদায়ের মানুষজন অংশ নেন। 

| Updated : Sep 28 2022, 11:19 PM
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

গেরাই গ্রামের বাসিন্দা আবদুল লালন নামে একজন ব্যবসায়ী মন্দির নির্মাণের জন্য খরচ দেওয়ার আশ্বাস দিয়েছেন। আব্দুল লালন বলেন, 'আমি গ্রামের ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখি মন্দিরের অবস্থা ভগ্নপ্রায় হয়ে রয়েছে। আমি গ্রামবাসীদের বলি পুজোর যা খরচ হবে আমি সব ব্যয় করবো।ওরা সম্মতি জানিয়েছে।আমি এই বছর সমস্ত খরচ দেব। ধর্ম যার যার উৎসব সবার,আমরা সকল গ্রামবাসী কাঁধে কাঁধ মিলিয়ে এই পুজোয় মেতে উঠি।'

Read More

Related Video