Durga Puja 2022 : ৯৭ তম বর্ষে উল্টোডাঙার তেলেঙ্গা বাগান, থিমের নাম 'তোরমা'

৯৭ তম বর্ষে উল্টোডাঙার তেলেঙ্গা বাগান। প্রতি বছরই নতুন চমক থাকে এই পুজোয়। উত্তর কলকাতার অন্যতম পুজো তেলেঙ্গা বাগান। এই বছর তাদের থিমের নাম 'তোরমা'। 'তোরমা' হল তিব্বতীয় আচারের কেক যা বৌদ্ধ ধর্মের নৈবেদ্য রুপে ব্যবহার করা হয়। নানা রঙের কেক বা নৈবেদ্য এখানে তুলে ধরা হয়েছে। তিব্বতীয় মন্দিরের অনুকরনে এই মণ্ডপ তৈরি হয়েছে। 

Share this Video

৯৭ তম বর্ষে উল্টোডাঙার তেলেঙ্গা বাগান। প্রতি বছরই নতুন চমক থাকে এই পুজোয়। উত্তর কলকাতার অন্যতম পুজো তেলেঙ্গা বাগান। এই বছর তাদের থিমের নাম 'তোরমা'। 'তোরমা' হল তিব্বতীয় আচারের কেক যা বৌদ্ধ ধর্মের নৈবেদ্য রুপে ব্যবহার করা হয়। নানা রঙের কেক বা নৈবেদ্য এখানে তুলে ধরা হয়েছে। তিব্বতীয় মন্দিরের অনুকরনে এই মণ্ডপ তৈরি হয়েছে। 

Related Video