Kamakhya : কামরূপ কামাখ্যা-র অলৌকিক কর্মকান্ড, কথিত, সারা ভারতজুড়ে কালীপুজোর সূচনা নাকি এখান থেকেই  হয়েছিল

কামরূপ কামাখ্যা-র একরাশ অলৌকিক কর্মকান্ড। হাজার হাজার বছর ধরে চলছে একই পরম্পরা। আজও স্বমহিমায় বিরাজমান অসমের মা-কামাখ্যা। অসমের কামরুপ জেলার নীলকন্ঠ পাহাড়ের চূড়ায় প্রাচীন কামাক্ষা দেবীর মন্দির। রহস্য, আধ্যাত্মিকতা, পৌরাণিক ঘটনা ও ঐতিহাসিক তাৎপর্যর দিক দিয়ে কামরূপ কামাখ্যা বিশ্বপ্রসিদ্ধ। জাদুবিদ্যা ও ডাইনিবিদ্যা চর্চার কেন্দ্র হিসাবেও পরিচিত কামাখ্যা। 

/ Updated: Oct 22 2022, 02:07 PM IST

Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

কথিত, সারা ভারতজুড়ে কালীপুজোর সূচনা নাকি এখান থেকেই  হয়েছিল। আর এই মন্দির নির্মাণ করেছিলেন দেবশিল্পী বিশ্বকর্মা। কামাখ্যা ৫১ শক্তিপীঠের অন্যতম। হিন্দু পুরাণ অনুযায়ী, কামাখ্যা মন্দিরে দেবী সতীর গর্ভ এবং যোনি পড়েছিল। সেকারণেই দেবী কামাখ্যাকে ঊর্বরতার দেবী বা "রক্তক্ষরণকারী দেবী" বলা হয়।