শপিং মল ও অনলাইনে কেনা কাটার ঝোঁক তরুণ প্রজন্মের, ব্যস্ততা হারিয়ে মন ভার দর্জিদের

পুজোর আগে দর্জিদের সেই ব্যস্ততা যেন একেবারেই হারিয়ে গিয়েছে, অথচ কয়েক বছর আগে পর্যন্ত পুজোর আগের এই সময়টায় দম ফেলার ফুরসত পেতনা তারা, শপিং মল ও অনলাইনে কেনা কাটার প্রতি ঝোঁক তরুণ প্রজন্মের,ব্যস্ততা হারিয়ে মন ভার দর্জিদের 
 

Share this Video

পুজোর আগে দর্জিদের সেই ব্যস্ততা যেন একেবারেই হারিয়ে গিয়েছে | অথচ কয়েক বছর আগে পর্যন্ত পুজোর আগের এই সময়টায় দম ফেলার ফুরসত পেতনা তারা | এখন শপিং মল ও অনলাইনে কেনা কাটার প্রতি ঝোঁক তরুণ প্রজন্মের | তাদের কাছে টেলারিং দোকানে জামাকাপড় তৈরি করা ‘ব্যাকডেটেড’ | তাই ব্যস্ততা হারিয়ে মন ভার দর্জিদের | হাতেগোনা লোকজন তাদের কাছে জামা-কাপড় সেলাই করাতে আসছেন | চাঁচলের দক্ষিনপাড়ার এক দর্জি সেখ আরিজুলর গলায় আক্ষেপের সুরে | এক ক্রেতা জানান, কাপড়ের দোকানে গিয়ে জামা প্যান্টের কাপড় কিনে ওই কাপড় দর্জির কাছে দিয়ে সেলাই করানোর অত সময় নেই | ফলে বেশিরভাগ মানুষ রেডিমেড পোশাকের দিকেই ঝুকছে | 

Related Video