Durga Puja 2022 : মহালয়ায় জি বাংলার নিবেদন সিংহবাহিনী ত্রিনয়নী, মা দুর্গার অবতারে শুভশ্রী গঙ্গোপাধ্যায়

বাঙালির বারো মাসে তেরো পার্বনের মধ্যে শ্রেষ্ঠ উৎসব হল দুর্গাপুজো। ইতিমধ্যেই দেবী দূর্গার আগমনে চারিদিকে যেন সাজো সাজো রব। বাংলা চ্যানেল গুলোর তরফে প্রতিবারই মহালয়া নিয়ে কিছু না কিছু চমক থাকে দর্শকদের মধ্যে। চলতি বছরে জি বাংলার মহালয়ায় মা দূর্গার অবতারে দেখা যাবে শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে। এবারের মহালয়ার অনুষ্ঠানের নাম 'সিংহবাহিনী ত্রিনয়নী'। দেবী সিংহবাহিনী রূপেই দেখা যাবে শুভশ্রী। 

/ Updated: Sep 16 2022, 10:26 PM IST

Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

মা দুর্গার অবতারে রয়েছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। 'সিংহবাহিনী ত্রিনয়নী'-তে দেবী পার্বতীর  অবতারে ধরা দেবেন অভিনেত্রী স্বেতা ভট্টাচার্য। দেবী জয়দুর্গার রূপে আসতে চলেছেন জনপ্রিয় ধারাবাহিক মিঠাই খ্যাত অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডু। দেবীর চন্ডিকা রূপে আবির্ভূকা হবেন ধারাবাহিক পিলু থেকে রঞ্জা। দেবী গন্ধেশ্বরী অবতারে দেখা যাবে ধারাবাহিক গৌরী এলো থেকে গৌরী অর্থাৎ সকলের প্রিয় অভিনেত্রী মনোনা মাইতি। উড়ন তুবরি থেকে তুবরি ওরফে সোহিনী ব্যানার্জিকে মহাকালী রূপে দেখা যাবে 'সিংহবাহিনী ত্রিনয়নী'-তে। দেবী কামাখ্যা রূপে দেখা যাবে উমা ধারাবাহিকের উমা অর্থাৎ সকলের প্রিয় তারকা শিঞ্জিনী চক্রবর্তীকে। দেবী মহালক্ষ্মীর অবতারে দেখা যাবে ধারাবাহিক খেলানাবাড়ি থেকে মিতুল ওরফে আরাত্রিকা মাইতিকে। ধারাবাহিক এই পথ যদি না শেষ হয় থেকে ঊর্মি অর্থাৎ অভিনেত্রী অন্বেষা হাজরাকে মহাসরস্বতীর অবতারে দেখা যাবে। দেবী কুষ্মান্ডার অবতারে দেখা যাবে জনপ্রিয় ধারাবাহিক পিলু থেকে পিলু ওরফে মেঘা দাঁ-কে। দেবী জগদ্ধাত্রীর ভূমিকায় দেখা যাবে লক্ষ্মী কাকিমা সুপারস্টার ধারাবাহিকের হংসিনী অর্থাৎ অভিনেত্রী শার্লি মোদককে। লালকুঠি ধারাবাহিকের অনামিকা অর্থাৎ রুকমা রায়কে দেবী স্কন্দমাতার অবতারে দেখা যাবে 'সিংহবাহিনী ত্রিনয়নী'-তে। 

Read more Articles on