নবরাত্রির নয় দিনের নয় রঙ, নয়টি পৃথক অবতারে পূজিত হন মা দুর্গা, দেখুন ভিডিও

নবরাত্রির ৯টা দিন খুবই রঙিন। নবরাত্রিতে সেজে ওঠে প্রায় গোটা দেশ। বিভিন্ন রঙে সেজে ওঠে চারপাশ। নবরাত্রির নয়দিনের ক্ষেত্রেও রঙের বিশেষ তাৎপর্ষ রয়েছে। একেক দিনের একেক রঙ, আর তার সঙ্গে জড়িয়ে থাকে মা দুর্গার একেকটি অবতার।   

Share this Video

নবরাত্রির ৯টা দিন খুবই রঙিন। নবরাত্রিতে সেজে ওঠে প্রায় গোটা দেশ। বিভিন্ন রঙে সেজে ওঠে চারপাশ। নবরাত্রির নয়দিনের ক্ষেত্রেও রঙের বিশেষ তাৎপর্ষ রয়েছে। একেক দিনের একেক রঙ, আর তার সঙ্গে জড়িয়ে থাকে মা দুর্গার একেকটি অবতার। জেনে নিন কোন দিনের কি রঙ, কোন দিন কোন অবতারেই বা পূজা করা হয় মায়ের। 

Related Video