শেষ দফায় চলল বোমাবাজি, রবীন্দ্র সরণি

  • শান্তিপূর্ণ রইল না সপ্তদশ লোকসভা ভোটের শেষ দফা।
  • শেষ দফা ভোটে বোমাবাজি করে রবীন্দ্র সরণি থেকে চম্পট দিল একদল দুষ্কৃতী

Share this Video

শেষ দফা ভোটে বোমাবাজি করে রবীন্দ্র সরণি থেকে চম্পট দিল একদল দুষ্কৃতী। দিন দুয়েক আগেই এখান থেকে প্রচুর টাকা উদ্ধার করেছিল পুলিশ। এদিন ভোট শুরু হতেই বাইকে করে মুখে কাপড় বেঁধে রবীন্দ্র সরণিতে আসে একদল দুষ্কৃতী। বোমাবাজি করেই দ্রুত এলাকা ছেড়ে পালিয়ে যায় তারা। পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি। 
 সমস্যা তৈরি হয়েছিল ভাঙর এলাকাতেও। সেখানে এদিন যাদবপুর কেন্দ্রের প্রার্থী বিকাশরঞ্জন ভট্টাচার্য গেলে তাঁকে ঘিরে ধরে একদল তৃণমূল কর্মী। দাবি, তাঁকে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে দেওয়া হবে না।

 যাদবপুরে ৮২ এবং ৮৩ নম্বর বুথে অশান্তি শুরু হয়েছিল। অভিযোগ স্থানীয় তৃণমূল নেতা তপন দাশগুপ্ত বুথ জ্যাম করতে চাইছেন সদলবলে।

Related Video