বিজেপি ভোট, রানাঘাটে পরিবারের উপরে হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

  • নদিয়ার রানাঘাট থানার হবিবপুরের ঘটনা
  • আহতরা ভর্তি স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে
/ Updated: May 26 2019, 04:47 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

ভোটের ফল বেরিয়ে যাওয়ার পরেও অশান্তি কমার লক্ষণ নেই বাংলায়। এবার বিজেপি-কে ভোট দেওয়ার অভিযোগে একই পরিবারের চারজনকে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে নদিয়ার রানাঘাট থানার জয়পুর পশ্চিমপাড়ায়।

অভিযোগ শনিবার রাতে ওই পরিবারের দুই মহিলা-সহ চার সদস্যকে বেধড়ক মারধর করে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। হামলায় আহতদের হবিবপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে। 

বিজেপি-র অভিযোগ, গোটা হবিবপুরেই লোকসভা ভোটে ভাল ফল করেছে বিজেপি। সেই আক্রোশ থেকেই যাঁরা বিজেপি-তে ভোট দিয়েছে বলে তৃণমূলের ধারণা, তাঁদের বাড়িতে হামলা চালাচ্ছে শাসক দল আশ্রিত দুষ্কৃতীরা। যদিও এই ঘটনার সঙ্গে নিজেদের যুক্ত থাকার অভিযোগ অস্বীকার করেছেন এলাকার তৃণমূল নেতারা। ঘটনার তদন্ত করছে রানাঘাট থানার পুলিশ।