ভোট দিলেন মমতা! বুথে এসে শুনলেন নিজের নামের জয়ধ্বনি

  • শেষ হল শেষ দফার ভোট।
  • একেবারে অন্তিম পর্বে এসে ভোট দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।  
  • ভবানীপুরের মিত্র ইনস্টিটিউশন স্কুলে ভোট দিলেন মুখ্যমন্ত্রী। 
/ Updated: May 19 2019, 08:39 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

শেষ হল শেষ দফার ভোট। একেবারে অন্তিম পর্বে এসে ভোট দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।  ভবানীপুরের মিত্র ইনস্টিটিউশন স্কুলে ভোট দিলেন মুখ্যমন্ত্রী। 

ভোট দিতে এসে  নিজের নামের জয়ধ্বনিও শুনলেন মুখ্য়মন্ত্রী। সঙ্গে তাঁর দেহরক্ষীরা ছিলেন। সব সময়ের মতোই তীব্র গতিতে এসে ভোট দিয়ে গেলেন মুখ্যমন্ত্রী। 

দক্ষিণ কলকাতা থেকে তৃণমূলের হয়ে এবার দাঁড়িয়েছেন মালা রায়। সিপিআইএম থেকে এই কেন্দ্রে দাঁড়িয়েছেন নন্দিনী মুখোপাধ্যায়। 

সপ্তম দফার ভোটে অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজ্য ছিল পশ্চিমবঙ্গ। রাজ্যে সমস্যা হতে পারে এই আশঙ্কায় নির্বাচন কমিশন কড়া ব্যবস্থা নেবে বলেও জানিয়েছিল।  

সপ্তন দফায় পশ্চিমবঙ্গের ৯ কেন্দ্রে ভোট হল। কেন্দ্রগুলি হল যাদবপুর, উত্তর কলকাতা, দক্ষিণ কলকাতা, বারাসত, দমদম, বসিরহাট, মথুরাপুর, জয়নগর, ডায়মন্ড হারবার। 

এদিন বেশ কিছু জায়গাতে ভোট নিয়ে সমস্যা তৈরি হয়। কাঁকিনাড়ার একটি বুথে মদন মিত্রকে প্রবেশ করতে বাধা দেওয়া হয়। সেই নিয়ে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে বচসা হয়। একই ঘটনা দেখা যায় মুদিয়ালিতে। সেখানেও কেন্দ্রীয় বাহিনী মালা রায়কে বাধা দেয়।