২০২০ সালে করোনা আবহের মাঝেই বিয়ে পিঁড়িতে বসেছেন যে তারকারা

  • করোনা আবহেই কেটেছে ২০২০ 
  • আর এই বছরেই বিয়ের পিঁড়িতে বসেছেন অনেক তারকাই
  • বাংলা অভিনাতে অনির্বাণ থেকে শুরু করে হার্দিক পান্ডে
  • এরা সকলেই বিয়ে সেরেছেন ২০২০ সালে
  • তবে শুধু এই দুই তারকাই নয়, লিস্টে আছে আরও অনেকেই

Share this Video

শেষ হতে চলেছে বছর। এখন আর হাতে গোনা মাত্র কটা দিন, ২০২০ শেষ হয়ে শুরু হবে নতুন বছর। ২০২০ সালটা একরকম কেটে গেল লকডাউন আর করোনার মাঝেই। তবে তাতে কি আসে যায়। এই করোনা পরিস্থিতির মাঝেই বিয়ে সেরেছেন অনেক তারকাই। সেই লিস্টাটা নেহাত ছোট নয়। বাংলা অভিনাতে অনির্বাণ থেকে শুরু করে ক্রিকেটার হার্দিক পান্ডে বিয়ে সেড়েছেন ২০২০ সালেই। এছাড়াও সেই লিস্টে আছেন দক্ষিণী অভিনেতা রানা দাগগুবাতি ও মিহিকা বাজাজ। টলি অভিনেতা-অভিনেত্রীদের মধ্যে রয়েছেন মানালি দে ও অভিমন্যু মুখোপাধ্যায়, দেবলীনা কুমার ও গৌরব চট্টোপাধ্যায় এবং দীপঙ্কর দে ও দোলন রায়।

Related Video