Asianet News BanglaAsianet News Bangla

২০২০ সালে নতুন সদস্য এসেছে অনেকের ঘরেই, এক নজরে দেখে নিন ১০ তারকার তলিকা

  • বছর শেষ হতে আর মাত্র কটা দিনের অপেক্ষা
  • ২০২০ শেষ করে ২০২১ শুরুর অপেক্ষায় দিন গুনছে সকলে
  • এই ২০২০ সালেই নতুন সদস্য এসেছে অনেকের ঘরেই
  • বলিউডে কালকি থেকে টলিউডে কোয়েল
  • বাড়ির খুদে সদস্যকে পেয়ে এখন বেজায় খুশি এই তারকারা
Dec 29, 2020, 7:45 PM IST

বছর শেষ হতে আর মাত্র কটা দিনের অপেক্ষা। ২০২০ শেষ করে ২০২১ শুরুর অপেক্ষায় দিন গুনছে সকলে। এই ২০২০ সালেই নতুন সদস্য এসেছে অনেকের ঘরেই। বলিউডে কালকি থেকে টলিউডে কোয়েল। অন্যদিকে ক্রিকেটার হার্দিক পান্ডিয়াও বাবা হয়েছেন এই বছরই। ২০২০ সালেই ছোট্ট ইউভান এসেছে রাজ-শুভশ্রীর ঘরে। বাড়ির খুদে সদস্যকে পেয়ে এখন বেজায় খুশি এই তারকারা।