১০০ শিল্পীর গান আর গিটারে সিঙ্গার কেকে-র শ্রদ্ধা, নন্দন চত্ত্বেরের অনুষ্ঠান অন্য মাত্রা নিল

সঙ্গীতশিল্পী কেকে-র মৃত্যুতে গত মঙ্গলবার রাত থেকেই শোকের ছায়া নেমে এসেছিল কলকাতায়। শেষ অনুষ্ঠান নজরুলমঞ্চে। তাঁর মৃত্যুতে যেমন শোকস্তব্ধ বলিউড। তেমনই মর্মাহত বাংলা। কেকে-কে শ্রদ্ধা জানাতে নন্দন চত্ত্বরে ১০০ শিল্পী জড়ো হয়েছিলেন।

/ Updated: Jun 07 2022, 08:05 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

সঙ্গীতশিল্পী কেকে-র মৃত্যুতে গত মঙ্গলবার রাত থেকেই শোকের ছায়া নেমে এসেছিল কলকাতায়। শেষ অনুষ্ঠান নজরুলমঞ্চে। তাঁর মৃত্যুতে যেমন শোকস্তব্ধ বলিউড। তেমনই মর্মাহত বাংলা। কেকে-কে শ্রদ্ধা জানাতে নন্দন চত্ত্বরে ১০০ শিল্পী জড়ো হয়েছিলেন। তাঁরা গিয়ার বাজিয়ে, কেকে-র প্রিয় মিউজিত অ্যালবামের 'পল'  গানের মাধ্যেই শ্রদ্ধা জানান। এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় রীতিমত ভাইরাল হয়েছে। মন কেড়ে নিয়েছে সঙ্গীত প্রেমীদের।অনুষ্ঠানের উদ্যোক্তা শান্তনু ফেসবুকে একটি পোস্ট দিয়ে জানিয়েছিলেন ৩১মে কৃষ্ণকুমার কুন্নাথ বা কেকে-কে হারিয়েছি আমরা। তিনি এমনই একজন শিল্পী যার গান আমাদের শৈশবের অনেকটা অংশ দখল করে রেখেছে। এভাবে কেকে-র মৃত্যু হবে তা কল্পনাও করা যায়নি। তাঁদের শ্রদ্ধা জানানোর কথাও সোশ্যাল মিডিয়ায় জানিয়েছিলেন তিনি। সেই সময়ই তিনি জানিয়েছিলেন গাটার ঝঙ্কারেই কেকে-কে শ্রদ্ধা জানাবেন তাঁরা। কোরাস গানের মাধ্যমেই তাঁরা কেকে-রে শ্রদ্ধা জানাবেন বলেও জানিয়েছিলেন। সেইমতই এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। 
 

Read more Articles on