Aadidev birthday: জন্মদিনে ছেলেকে পাঁচ পদ সাজিয়ে দিলেন সুদীপা

দুই পেরিয়া এবার তিনে পা দিল সুদীপা (Sudipa Chatterjee) এবং অগ্নিদেব (Agnidev Chatterjee) পুত্র আদিদেব। তার জন্মদিনে ছিল এলাহি আয়োজন। সোশ্যাল মিডিয়ায় (social media) ছেলের জন্মদিনের (Birthday) ভিডিও শেয়ার করলেন সুদীপা চট্টোপাধ্যায়। ভিডিওতে দেখা গেল পুত্রকে থালা সাজিয়ে খেতে দিয়েছেন সুদীপা। থালায় পাঁচ রকম ভাজা থেকে শুরু করে রয়েছে পাঁচ পদ। রকমারি খাবার ছেলেকে সাজিয়ে খেতে দিয়েছেন সুদীপা। এত খাবার সামনে পেয়ে বেজায় খুশি আদি। কোনটা ছেড়ে কোনটা খাবে বুঝতেই পারছে না সে। দুপুরে আদির পরনে দেখা গেল সাদা পাঞ্জাবী। আর তার খাওয়ার এমনই একটি ভিডিও শেয়ার করলেন সুদীপা। এই আয়োজন তবে ছিল দুপুরের। রাতে ছিল আলাদা বিশেষ আয়োজন। রাতে আদিকে কেকও কাটতে দেখা গিয়েছে। সব মিলিয়ে ছেলের জন্মদিনে চুটিয়ে আনন্দ (Birthday celebration) করেছেন সুদীপা। সোশ্যাল মিডিয়ায় ছেলের জন্মদিনের প্রতিটা মুহূর্তের ছবি শেয়ার করলেন সুদীপা। 

Share this Video

দুই পেরিয়া এবার তিনে পা দিল সুদীপা (Sudipa Chatterjee) এবং অগ্নিদেব (Agnidev Chatterjee) পুত্র আদিদেব। তার জন্মদিনে ছিল এলাহি আয়োজন। সোশ্যাল মিডিয়ায় (social media) ছেলের জন্মদিনের (Birthday) ভিডিও শেয়ার করলেন সুদীপা চট্টোপাধ্যায়। ভিডিওতে দেখা গেল পুত্রকে থালা সাজিয়ে খেতে দিয়েছেন সুদীপা। থালায় পাঁচ রকম ভাজা থেকে শুরু করে রয়েছে পাঁচ পদ। রকমারি খাবার ছেলেকে সাজিয়ে খেতে দিয়েছেন সুদীপা। এত খাবার সামনে পেয়ে বেজায় খুশি আদি। কোনটা ছেড়ে কোনটা খাবে বুঝতেই পারছে না সে। দুপুরে আদির পরনে দেখা গেল সাদা পাঞ্জাবী। আর তার খাওয়ার এমনই একটি ভিডিও শেয়ার করলেন সুদীপা। এই আয়োজন তবে ছিল দুপুরের। রাতে ছিল আলাদা বিশেষ আয়োজন। রাতে আদিকে কেকও কাটতে দেখা গিয়েছে। সব মিলিয়ে ছেলের জন্মদিনে চুটিয়ে আনন্দ (Birthday celebration) করেছেন সুদীপা। সোশ্যাল মিডিয়ায় ছেলের জন্মদিনের প্রতিটা মুহূর্তের ছবি শেয়ার করলেন সুদীপা। 

Related Video