প্রয়াত 'ব্ল্যাক প্যান্থার' চ্যাডউইক বোসম্যান, তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ সিনে মহল

  • প্রয়াত হলেন বিশ্ব বিখ্যাত অভিনেতা চ্যাডউইক বোসম্যান
  • ব্ল্যাক প্যান্থার নামেই বিখ্যাত এই হলিউড অভিনেতা
  • মৃত্যুকালে অভিনেতার বয়স হয়েছিল ৪৩ বছর
  • তাঁর মৃত্যুতে শোকের ছায়া হলিউড থেকে টলিউড সর্বত্র 

/ Updated: Aug 29 2020, 02:14 PM IST

Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

প্রয়াত হলেন  বিশ্ব বিখ্যাত হলিউড অভিনেতা চ্যাডউইক বোসম্যান। মৃ্ত্যু কালে তাঁর বয়স হয়েছিল ৪৩ বছর। দীর্ঘ ৪ বছর ধরে কোলন ক্যান্সারে ভুগছিলেন তিনি। তবে এর মধ্যেও কাজ থামেনি তাঁর। মার্ভেলের ব্ল্যাক প্যান্থার চরিত্র তাঁকে জনপ্রিয় করে তোলে। এই ব্ল্যাক প্যান্থার নামেই তিনি অনেক বেশি জনপ্রিয় ছিলেন। ব্ল্যাক প্যান্থার চরিত্রের জন্য বেশ কিছু পুরষ্কারও পেয়েছিলেন এমনকি সেরা অভিনেতারও তকমা যোগ হয়েছিল তাঁর নামের সঙ্গে। শুধু অভিনেতাই নন ডিরেক্টর ও একজন লেখক হিসেবেও তিনি কাজ করেছেন। ১৯৯৮ সালে অক্সফোর্ডে নাটকের শিক্ষা নিতে শুরু করেন তিনি। পরে হোয়ার্ড বিশ্ববিদ্যালয় থেকে ২০০০ সালে স্নাতক হন। পরে তিনি ভর্তি হয়েছিলেন ব্রিটিশ-আমেরিকান ড্রামা অ্যাকাডেমিতেও। তাঁর অভিনীত সব সিনেমাই প্রমান করে দেয় অভিনয়ের প্রতি তাঁর ভালোবাসা ও দক্ষতা। তাঁর অভিনীত জ্যাকি রবিসন চরিত্রটি মন ছুঁয়েছিল সকলের। এছাড়াও তিনি বহু সিনেমায় অভিনয় করেছেন। সেই ব্ল্যাক প্যান্থারের প্রয়ানে শোকের ছায়া এখন সিনে মহলে। লস অ্যাঞ্জেলেসের বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সেই সময়ে তাঁর সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী এবং পরিবারের সদস্যরা। একের পর এক তারকাদের প্রয়ানে চলচ্চিত্র জগতে এখন শোকের ছায়া।