কাকে দেখে অনুপ্রাণিত হয়ে গলায় সোনার চেন পরতে শুরু করেন বাপ্পি লাহিড়ি, ফিরে দেখা এক অজানা বাপ্পি লাহিড়ি

বলিউডে ডিস্কো-থেক মিউজিক মানেই বাপ্পি লাহিড়ি। বলিউডে তাঁর হাত ধরেই ‘ডিস্কো সং’ জনপ্রিয়তা পেয়েছিল। আর তাঁর গানে নেচেই মিঠুন হন ‘ডিস্কো কিং'। জোনাথন রসের লাইভ পারফরম্যান্সে আমন্ত্রিত হয়েছিলেন তিনি। 

/ Updated: Feb 16 2022, 05:32 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

বলিউডে ডিস্কো-থেক মিউজিক মানেই বাপ্পি লাহিড়ি। বলিউডে তাঁর হাত ধরেই ‘ডিস্কো সং’ জনপ্রিয়তা পেয়েছিল। আর তাঁর গানে নেচেই মিঠুন হন ‘ডিস্কো কিং'। জোনাথন রসের লাইভ পারফরম্যান্সে আমন্ত্রিত হয়েছিলেন তিনি। চোখে কালো চশমা, গলায় বেশ কয়েক ভরি সোনার হার আর বিশাল আলখাল্লা ধাঁচের জমকালো কুর্তা। মিউজিক ইণ্ডাষ্ট্রিতে মানুষটার নাম বাপ্পি লাহিড়ি। দশকের পর দশক যার হিট গানে মজে বলিউড-টলিউড থেকে হলিউড। যে মানুষটি দিলীপ কুমার অভিনীত 'ধরম অধিকারী' সিনেমার সঙ্গীত পরিচালনা করেছিলেন সেই মানুষটিই নতুন প্রজন্মের একাধিক সিনেমার সঙ্গীত পরিচালনা করেছিলেন। 'বাগী-৩' সিনেমায় শেষ কাজ করেছিলেন তিনি। সুপার স্টার এলভিস প্রেসলি সোনার চেন পরতেন। আর তা দেখে অনুপ্রাণিত হয়ে গলায় সোনার চেন পরতে শুরু করেন 'বাপ্পি দা'। গত বছর করোনায় আক্রান্ত হওয়ার পর থেকেই শারীরিক অবস্থার অবনতি হয় বাপ্পি লাহিড়ীর। গুজব ওঠে বাপ্পি লাহিড়ি নাকি কণ্ঠস্বর হারিয়েছেন! ৫ মাস ধরে তাঁর কথা বলা বন্ধ রয়েছে। তারপর সুস্থ হয়ে বাড়ি ফেরেন। কিন্তু তারপর আবার অসুস্থ হয়ে পড়েন। ভর্তি হন মুম্বাইয়ের একটি বেসরকারি হাসপাতালে। বুধবার সকালে সেখানেই মারা যান তিনি। মৃত্যুকালে কিংবদন্তী এই সংগীতশিল্পীর বয়স হয়েছিল ৬৯ বছর। বাপ্পি দা চলে গেলেও থেকে গেল তাঁর গান।