শ্যুটিংয়ের ফাঁকে কী হয় খুকুমণি হোমডেলিভারির সেটে, বিহান শেয়ার করলেন মজার ভিডিও

স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক খুকুমণি হোম ডেলিভারি। ধারাবাহিকে এখন চলছে টানটান উত্তেজনা। খুকু আর বিহানের মজার কাণ্ড দেখতেই মুখিয়ে থাকেন দর্শকরা। আবারও ধারাবাহিকের মজার শ্যুটিং দৃশ্য ধরা পড়ল ক্যামেরায়। ভিডিও শেয়ার করেছেন বিহান অর্থাৎ রাহুল।
 

/ Updated: Mar 28 2022, 09:43 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক খুকুমণি হোম ডেলিভারি। ধারাবাহিকে এখন চলছে টানটান উত্তেজনা। খুকু আর বিহানের মজার কাণ্ড দেখতেই মুখিয়ে থাকেন দর্শকরা। আবারও ধারাবাহিকের মজার শ্যুটিং দৃশ্য ধরা পড়ল ক্যামেরায়। ভিডিও শেয়ার করেছেন বিহান অর্থাৎ রাহুল। শ্যুটিংয়ের ফাঁকে যে তাঁরা কতটা মজা করেই সেই ছবি ধরা পড়ল। শ্যুটিংয়ের ফাঁকে খুকুমণি হোম ডেলিভারি পরিবারের সদস্যরা যে কতটা মজা করেন সেই ছবি আগেও উঠে এসেছে সোশ্যাল মিডিয়ার হাত ধরে। আবারও তেমনই এক ভিডিও শেয়ার করেছেন বিহান অর্থাৎ রাহুল মজুমদার। শ্যুটিংয়ের ফাঁকে সেটের মধ্যেই চলছে চুটিয়ে আড্ডা, তেমনই ছবি ধরা পড়ল এবার ক্যামেরায়। ভিডিওয়া দেখা যাচ্ছে রাস্তার মধ্যে দিয়ে কনের সাজে ছুটছে খুকুমণি। তারপরেই দেখা গেল বাড়ির মধ্যে কীভাবে সবাই মিলে শ্যুটিং করছে সবাই। সেটের মধ্যেই সেখানে বার্থডে সেলিব্রেশনের ছবিও ধরা পড়েছে ক্যামেরায়। সব মিলিয়ে তাঁরা যে কতটা মজা করেন সেই ছবি আবারও দেখলেন দর্শকরা।