গুরুজির সম্মান বাঁচাতেই কি পিলুকে বিয়ে করল আহির, ধারাবাহিকে আসছে বড় চমক

জি বাংলার জনপ্রিয় ধারাবাহিকগুলির মধ্যে এখন জায়গা করে নিয়েছে পিলু। খুব অল্প সময়ের মধ্যেই সকলের মন জয় করে নিয়েছে এই ধারাবাহিক। পিলু ধারাবাহিকে আসতে চলেছে বড় চমক। পিলুদের গ্রামের নিয়ম অনুযায়ী আগেই পিলুর সঙ্গে বিয়ে হয়ে গিয়েছে আহিরের।

/ Updated: Feb 24 2022, 08:44 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

জি বাংলার জনপ্রিয় ধারাবাহিকগুলির মধ্যে এখন জায়গা করে নিয়েছে পিলু। খুব অল্প সময়ের মধ্যেই সকলের মন জয় করে নিয়েছে এই ধারাবাহিক। পিলু ধারাবাহিকে আসতে চলেছে বড় চমক। পিলুদের গ্রামের নিয়ম অনুযায়ী আগেই পিলুর সঙ্গে বিয়ে হয়ে গিয়েছে আহিরের। আদিবাসী সেই গ্রামের নিয়ম অনুযায়ী নিজেদের অজান্তেই বিয়ে হয়ে গিয়েছে তাদের। আহিরের দেওয়া মালা পিলুর গলায় পড়তেই তাদের বিয়ে হয় যায়। এবার পিলুর সিঁথিতে সিঁদুর দিল আহির। ধারাবাহিকে আসতে চলেছে নতুন মোড়। গুরুজির সম্মান বাঁচাতে পিলুকে বিয়ে করল আহির। তবে তার গুরু চাইতেন, তাঁর বড় মেয়ের সঙ্গে ভবিষ্যতে বিয়ে দেবেন আহিরের। আর তার মেয়ের বিয়ের সময়েই পিলুর সঙ্গে বিয়ে করল আহির। ২১ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে 'মহা পরিণয় সপ্তাহ'। ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই 'মহা পরিণয় সপ্তাহ'। ইতিমধ্যেই সামনে এসেছে ধারাবাহিকের প্রোমো। এশিয়ানেটের ক্যামেরায় ধরা পড়ল শ্যুটিং দৃশ্য।