১৯৭১ সাল থেকে আর দেখা যায়নি! বিরল সোকোরো ঘুঘুর লন্ডন চিড়িয়াখানায় আগমন

বিরল সোকোরো ঘুঘুর লন্ডন চিড়িয়াখানায় আগমন। সোকোরো ঘুঘু বিলুপ্তপ্রায় প্রজাতি। ১৯৭১ সালের পর আর দেখা যায়নি সোকোরো ঘুঘু। মেক্সিকোর সোকোরো দ্বীপে এই বিলুপ্ত পাখির বাস। মূল লক্ষ্য ২০৩০ সালের মধ্যে সোকোরো দ্বীপে এই প্রজাতিকে ফিরিয়ে আনা।

Share this Video

বিরল সোকোরো ঘুঘুর লন্ডন চিড়িয়াখানায় আগমন। সোকোরো ঘুঘু বিলুপ্তপ্রায় প্রজাতি। ১৯৭১ সালের পর আর দেখা যায়নি সোকোরো ঘুঘু। মেক্সিকোর সোকোরো দ্বীপে এই বিলুপ্ত পাখির বাস। লন্ডন চিড়িয়াখানার জুওলজিক্যাল সোসাইটি জানিয়েছে, এই তিনটি ঘুঘু তাদের সাথে থাকা ছয়টি সোকোরো ঘুঘুর সাথে যুক্ত হয়েছে। এটি সোকোরো ডাভ প্রকল্পে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। মূল লক্ষ্য ২০৩০ সালের মধ্যে সোকোরো দ্বীপে এই প্রজাতিকে ফিরিয়ে আনা।

Related Video