২০২০ -র সেরা ভিডিওয় দেখে নিন টলি অভিনেতাদের

  • ২০২০ শেষ হতে আর কিছু সময়ের অপেক্ষা
  • ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে নতুন বছর শুরুর কাউন্টডাউন
  • ভালো-মন্দ মিশিয়েই কেটেছে ২০২০ 
  • ২০২০ নেহাত মন্দ কাটেনি টলি অভিনেতাদের
  • সোশ্যাল মিডিয়ার হাত ধরেই উঠে এসেছে সেই ছবি

Share this Video

২০২০ শেষ হতে আর কিছু সময়ের অপেক্ষা। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে নতুন বছর শুরুর কাউন্টডাউন। ভালো-মন্দ মিশিয়েই কেটেছে ২০২০। টলি অভিনেত্রীদের পাশাপাশি ২০২০ নেহাত মন্দ কাটেনি টলি অভিনেতাদেরও। সোশ্যাল মিডিয়ার হাত ধরেই উঠে এসেছে সেই ছবি। নজরকাড়া লুকে ফটোশ্যুট জিতের। খুদের সঙ্গে খেলায় মত্ত দেব। ছুটিতে সময় কাটাচ্ছেন অঙ্কুশ। আবিরের পুজোর প্রস্তুতি। সাধারণ মানুষের পাশে সোহম। বরফের দেশে বরফ খেলায় মত্ত পরম। সোশ্যাল মিডিয়ায় বিজয়ার শুভেচ্ছা জানিয়েছেন রূদ্রনীল। সম্প্রতি ইনস্টাগ্রাম একাউন্ট খুলেছেন কাঞ্চন। সেই নিয়েই ভিডিও কাঞ্চনের।

Related Video