শুধু পরিচালনা নয় মাউথ অর্গানও বেশ ভালোই বাজান সৃজিত, এক ঝাঁক তারকায় জমে উঠেছে তাঁর বাড়ির গানের আসর

  • বাড়িতে গানের আসরে সৃজিত ও মিথিলা
  • সেই সঙ্গেই আছে আরও এক ঝাঁক তারকা
  • ঋদ্ধি গাইছেন গান সঙ্গে আছেন সুরঙ্গনাও
  • এক নজরে দেখে নিন ভিডিও

/ Updated: Nov 21 2020, 08:18 PM IST

Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

বাংলা চলচ্চিত্রে এখন জনপ্রিয় পরিচালকদের মধ্যে সৃজিত মুখোপাধ্যায় একজন। এবার সেই সৃজিত মুখোপাধ্যায়কেই দেখা গেল মউথ অর্গান বাজাতে। পরিচালনার পাশাপাশি তিনি মউথ অর্গানও যে বেশ ভালোই বাজান সেটা আর বলার অপেক্ষা রাখেনা। এক ঝাঁক তারকাদের নিয়ে তাঁর বাড়িতেই চলছে এই গানের আসর। যেখানে গিটার বাজিয়ে গান গাইছেন কৌশিক সেনের পুত্র ঋদ্ধি সেন। আর তার সঙ্গেই গান ধরেছেন সরঙ্গনাও। অন্যদিকে ঋদ্ধির গানের সঙ্গে সুর মিলিয়ে মউথ অর্গান বাজাচ্ছেন সৃজিত। সব মিলিয়ে আসর একেবারে জমে উঠেছে।