দীপাবলির সাজে টলি সুন্দরীরা, এক নজরে দেখে নিন কেমন লাগছে তাঁদের
Nov 14, 2020, 8:04 PM IST
দিপাবলী মানেই জমকালো সাজ। আলোর উৎসবে সেজে উঠেছেন টলি সুন্দরীরা। কমলা আর লাল কনট্রাস্টের ল্যাহেঙ্গায় দুর্দান্ত লাগছে শ্রাবন্তিকে। অন্যদিকে জমকালো সাজে নজর কাড়ছে মিমির লুক। নুসরতের পরণে দেখা গেল সাদা ল্যাহেঙ্গা। আলোর উৎসবে সাদা ল্যাহেঙ্গায় বেশ মানিয়েছে তাঁকে। লাল পাড় সাদা শাড়ির ছিমছাম সাজ। দীপাবলির সাজে অসাধারণ লাগছে ঋতাভরিকে।