Asianet News BanglaAsianet News Bangla

এ কী করলেন নীল, লুকিয়ে দেখছিলেন পছন্দের মানুষটিকে, তৃণার কাছে ধরা পড়লেন হাতেনাতে

  • বিয়ের পরে একি কান্ড ঘটালেন নীল
  • নতুন করে প্রেমে পড়েছেন নীল
  • পছন্দের মানুষটির দিক থেকে যেন চোখ সরছেই না
  • আচমকাই ধরা পড়ে গেলেন তৃণার কাছে
  • তারপর কি হল, দেখে নিন ভিডিও
Apr 27, 2021, 6:11 PM IST

ফেব্রুয়ারি মাসে বিয়ে সেরেছেন নীল ভট্টাচার্য এবং তৃণা সাহা। বিয়ের পর থেকে খোশ মেজাজেই রয়েছেন দু'জনে। সম্প্রতি হানিমুনও করে এসেছেন। সঙ্গে অবশ্য ছিল তাঁদের বন্ধু বান্ধবরাও। এই নীল তৃণারই একটি ভিডিও এখন ভাইরাল নেট দুনিয়ায়। যেখানে নীলকে দেখা যাচ্ছে এক দৃষ্টিতে নীল তাকিয়ে রয়েছে একজনের দিকে। নতুন করে যেন আবার প্রেমে পড়েছেন নীল। তবে যার দিকে নীল তাকিয়ে রয়েছে সে আর অন্য কেউ না, তৃণা। তৃণার দিকেই এক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে নীল, নতুন করে যেন আবার তাঁর প্রেমে পড়েছেন নীল। 

Video Top Stories