বিয়ের আগে মুদির দোকান চালাতেন অপরাজিতা আঢ্য, এক্সক্লুসিভ সাক্ষাৎকারে জানালেন অভিনেত্রী

জি বাংলায় আসতে চলেছে নতুন ধারাবাহিক লক্ষ্মী কাকিমা সুপারস্টার। সংসারের নানা জাঁতাকলও তাঁকে ক্লান্ত করতে পারে না। হাসি মুখে সব সামলান এই লক্ষ্মী কাকিমা। ইতিমধ্যেই সামনে এসেছে ধারাবাহিকের প্রোমো। পুণ্যি পুকুরের পর আবার ও ছোটপর্দায় ফিরলেন অপরাজিতা আঢ্য।
 

Share this Video

জি বাংলার হাত ধরে ফের ছোট পর্দায় ফিরছেন অপরাজিতা আঢ্য। হাতে গোনা মাত্র কয়েকটা দিন, তারপরই শুরু হতে চলেছে লক্ষ্মী কাকিমা সুপারস্টার। সংসারের জাঁতাকলও তাঁকে ক্লান্ত করতে পারে না। হাসি মুখে সব অভিযোগ অনুযোগ হজম করেন তিনি। হাসি মুখে সব সামলান এই লক্ষ্মী কাকিমা। ইতিমধ্যেই সামনে এসেছে ধারাবাহিকের প্রোমো। পুন্নী পুকুরের পরে আবারও ছোটপর্দায় ফিরলেন অভিনেত্রী অপরাজিতা আঢ্য। ধারাবাহিক শুরুর আগে এশিয়ানেটের মুখোমুখি অপরাজিতা আঢ্য। শুরুর আগেই এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে কথা বললেন অভিনেত্রী। জানালেন জীবনের প্রথম ভাগে তার জীবন যুদ্ধের কথা। এক সময় সংসার চালাতে কী না করেছেন তিনি, জানালেন সেকথা। সেই সময় নাচ শেখাতেন তিনি। শুধু তাই নয় সংসার চালাতে দোকানও খুলেছিলেন। সেখান থেকেই এখন তিনি একজন জনপ্রিয় অভিনেত্রী। তবে এই যাত্রাপথটা যে কতটা কঠিন ছিল সেই কথাই জানালেন অভিনেত্রী।

Related Video