Omkar Bhattacharyya: 'অভিনয় করার জন্য আজও বাড়িতে কথা শুনতে হয়', খোলামেলা আড্ডায় ওঙ্কার
মিঠাই ধারাবাহিকের অন্যতম গুরুত্রপূর্ণ চরিত্র স্যান্ডি। যে চরিত্রে বেশকিছুটা সময় দেখা গেছে বিশ্বাবসু কে। স্যান্ডি চরিত্রে সেই দর্শকদের মনে গেঁথে গিয়েছিল। তবে হঠাতই এই চরিত্র মাঝপথে ছেড়ে দিলেন অভিনেতা বিশ্বা বসু।
মিঠাই ধারাবাহিকের অন্যতম গুরুত্রপূর্ণ চরিত্র স্যান্ডি। যে চরিত্রে বেশকিছুটা সময় দেখা গেছে বিশ্বাবসু কে। স্যান্ডি চরিত্রে সেই দর্শকদের মনে গেঁথে গিয়েছিল। তবে হঠাতই এই চরিত্র মাঝপথে ছেড়ে দিলেন অভিনেতা বিশ্বা বসু। তারপরটা আপনাদের সকলেরই জানা। রাতা রাতি মুখ বদল হল চেনা চরিত্রের। স্যান্ডি চরত্রে অভিনয় করতে এলেন অভিনেতা ওমকার। প্রথমটা দর্শকদের মানতে অসুবিধাই হয়েছিল। কিন্তু তারপর তার অভিনয় দক্ষতা তাকে দর্শকদের কাছে স্যান্ডি করে তুলল। পর্দার এপার ওপার দুয়ের পরেও থেকে যায় আরও নানা বিধ কাহিনী। আর এশিয়ানেট নিউজ বাংলার সাথে একান্ত আড্ডায় অভিনেতা শেয়ার করলেন সেই সব কথা। ইন্জিনিয়ারিয়ের স্টুডেন্ট থেকে একে বারে অভিনয়, কেমন ছিল সেই পথ। আজকেই বা সকলের কাছে তার গ্রহণযোগ্যতা কিরকম। খোলামেলা আড্ডায় উঠে এল সেই সব কথা।