বিদ্যার দেবী সরস্বতীকে সাক্ষী রেখে হাতেখড়ি রাজশ্রী পুত্র ছোট্ট ইউভান-এর

সরস্বতী পুজোয় মেতেছে গোটা বাংলার মানুষ। ছেলেকে নিয়ে সরস্বতী পুজোয় মেতেছেন রাজ-শুভশ্রীও। এই সরস্বতী পুজোয় হাতেখড়ি হল ইউভানের। পায়জামা-পাঞ্জাবী পরে দেখা ছোট্ট ইউভানকে।
 

/ Updated: Feb 05 2022, 03:36 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

সরস্বতী পুজোয় সরস্বতীকে সাক্ষী রেখে হাতেখড়ি হয় শিশুদের এই রেওয়াজ বহুদিন ধরেই চলে আসছে। বিদ্যার দেবীর সামনেই হাতেখড়ি দিয়ে পড়াশোনা শুরু হয় শিশুদের। শনিবার সকাল থেকেই সরস্বতী পুজোয় মেতেছে গোটা বাংলার মানুষ। সবার বাড়িতে বাড়িতে হচ্ছে বিদ্যার দেবী সরস্বতীর পুজো। বাড়ি থেকে পাড়ায় সর্বত্র হচ্ছে বাগ দেবীর আরাধনা। ছেলেকে নিয়ে সরস্বতী পুজোয় মেতেছেন রাজ-শুভশ্রীও। এই সরস্বতী পুজোয় হাতেখড়ি হল ইউভানের। পায়জামা-পাঞ্জাবী পরে দেখা ছোট্ট ইউভানকে। ইউভান যে একটু একটু করে বেড়ে উঠছে সেই ছবি উঠে আসে সোশ্যাল মিডিয়ার ধরেই। এবার ছেলের হাতিখড়িও দেয়ে দিলেন রাজ এবং শুভশ্রী। প্রতি বছরই তাঁদের সরস্বতী পুজো হয়। তবে এবার সরস্বতী পুজো তাঁদের কাছে খুব স্পেশাল, কারণটা ইউভানই। ছোট্ট ইউভানের হাতেখড়ির মধ্যে দিয়েই এবার পড়াশোনা শুরু করে দিল। এশিয়ানেট নিউজ বাংলার ক্যামেরায় ধরা পড়ল সেই ছবি।