কলকাতায় কেকে-এর পরিবার, বাকরুদ্ধ স্ত্রী ও সন্তানেরা
বুধবার সকালেই কলকাতায় এসে পৌঁছন কেকে-র স্ত্রী। কেকে-এর স্ত্রী-র সঙ্গে ছিলেন তাঁদের দুই সন্তান। কলকাতা বিমানবন্দরে তাঁদের নিতে যান কেকে-র ম্যানেজার। বিমান বন্দরে মিডিয়ার প্রশ্নের কোনও উত্তর দেয়নি কেকে-র পরিবার। বিমানবন্দর থেকে হাসপাতালে চলে যান কেকে-র স্ত্রী ও সন্তানরা।
বুধবার সকালেই শিল্পীর ময়নাতদন্ত করা হবে এসএসকেএম হাসপাতালে। তারপরই কেকে-র দেহ নিয়ে মুম্বইতে রওনা দেবেন গায়কের স্ত্রী ও পুত্র। ইতিমধ্যেই সিএমআরআই হাসপাতাল থেকে কেকে-এর মরদেহ নিয়ে যাওয়া হয়েছে এসএসকেএম হাসপাতালে। পরিবারের উপস্থিতিতেই করা হবে ময়না তদন্ত। এবং ময়নাতদন্তের ভিডিওগ্রাফিও করা হবে। গায়কের শরীরে আঘাতের চিহ্ন দেখা গিয়েছে ঠোঁটে ও কপালে। সূত্রের খবর হোটেল পড়ে গিয়েই চোট পেয়েছিলেন কেক। যার ফলেই আঘাতের চিহ্ন দেখা গিয়েছে ঠোঁটে ও কপালে। তবে ময়নাতদন্তের পরই মৃত্যুর আসল কারণ বেরিয়ে আসবে। বুধবার সকালেই পরিবারের সম্মতিতেই কেকে-র মৃত্যুতে নিউ মার্কেট থানায় অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। হোটেলে যাওয়ার পর ঠিক কী ঘটেছিল ,তা খতিয়ে দেখছে পুলিশ। ইতিমধ্যেই হোটেলের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে নিউমার্কেট থানার পুলিশ। কলকাতায় অনুষ্ঠান করতে আসা গায়কের সঙ্গে যে সঙ্গীরা এসেছিলেন তারাই আজ সকালে নিউমার্কেট থানায় অস্বাভাবিক মৃত্যু মামলা দায়ের করেছেন। কলকাতায় আসার পর নিউ মার্কেট এলাকায় যে পাঁচতারা হোটেলে ছিল সেই হোটেলের ম্যানেজারকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। এখানেই শেষ নয় হোটেলের অন্যান্য কর্মীদেরও জিজ্ঞাসাবাদ করা হয়েছে।