নিজের মতো করে গান নিয়ে বাঁচাটাই তাঁর জীবনদর্শন, বাঙালি কন্যা অন্বেষার সুরেলা কন্ঠে মুগ্ধ সঙ্গীত প্রেমীরা

  • 'তুমি কেমন করে গান কর হে গুণি'
  • অন্বেষার গান শুনে এমন কথা বলা যেতেই পারে
  • মাত্র ১৩ বছর বয়সে গান গেয়ে তাক লাগিয়ে দিয়েছিল সে
  • বাঙালি কন্যার সুরেলা কন্ঠে মুগ্ধ সঙ্গীত প্রেমীরা
/ Updated: Jun 18 2021, 07:16 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

তুমি কেমন করে গান কর হে গুণি। অন্বেষার গান শুনে এমন কথা বলা যেতেই পারে। মাত্র ১৩ বছর বয়সে এক সর্বভারতীয় জনপ্রিয় রিয়্যালিটি শো-এর মঞ্চে সকলকে তাঁর প্রতিভা দিয়ে তাক লাগিয়ে দিয়েছিলেন তিনি। এরপর থেকে সময় যত এগিয়েছে অন্বেষার গায়িকি প্রতিভা আরও বেশি করে সকলের সামনে এসেছে। ভারতজোড়া নাম, বলিউডের তাবড়-তাবড় সঙ্গীতজ্ঞের ভালোবাসা- তবু যেন নিজেকে এক সাধারণ জীবনযাত্রার মধ্যেই বেঁধে রাখতে পছন্দ করেন অন্বেষা। মিডিয়ার ফ্ল্যাশবাল্বের ঝলকে খুব একটা স্বচ্ছন্দ বোধ করেন না। বরং নিজের গানের প্রতি সাধনার সময়কে কীভাবে আরও বাড়ানো যায়- সেই নিয়ে চলে চিন্তা-ভাবনা। প্রতিভার স্বাক্ষর রাখা গেল, লোকে চিনল, সেলিব্রিটি-র তকমা- গতানুগতিক এই ধারা থেকে নিজেকে একটু আলাদাই রেখেছেন এই বাঙালি কন্যা। নিজের মতো করে গান নিয়ে বাঁচাটাই তাঁর জীবনদর্শন। বলিউড থেকে বাংলা ছবি- ২০০৮ সালে যে যাত্রা শুরু হয়েছিল প্লে-ব্যাক সিঙ্গিং-এর অলিন্দে, সেই যাত্রাপথ দীর্ঘ হতে হতে এখন অনেকটা বিস্তৃত। একাধিক বলিউড ছবি থেকে বাংলা সিনেমায় গান গেয়েছেন অন্বেষা। হাতে রয়েছে আরও কিছু প্রজেক্ট। এছাড়াও ইউটিউবে নিজের চ্যালেলে বারবার প্রকাশ করেছেন নানা ধরনের সোলো পারফরম্যান্স ও ডুয়েট পারফরম্যান্স। এগিয়ে চলুক গায়িকা অন্বেষা-র এই যাত্রাপথ। শুভেচ্ছা রইল এশিয়ানেট নিউজ বাংলার।