দশকের প্রথম বাংলা ছবি অসুর, চরিত্র নিয়ে খোলামেলা জিৎ

১ জানুয়ারি ২০২০ থেকেই শুরু হয়ে যাচ্ছে নতুন বছর। এই বছরই প্রথম পর্দায় আসতে চলেছে জিৎ অভিনীত ছবি অসুর। ছবিতে আরও দুই চরিত্রে থাকছেন নুসরত ও আবির। অসুর ছবির ট্রেলার মুক্তির পর থেকেই তা সকলের নজর কেড়েছিল। মনে করিয়ে দিয়েছিল দেশপ্রিয় পার্কের কথা। তবে গল্পের সঙ্গে তাঁর বিষয় বস্তুর মিল থাকলেও মিল নেই বাস্তবের ঘটনার। 

| Updated : Dec 31 2019, 04:35 PM
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

১ জানুয়ারি ২০২০ থেকেই শুরু হয়ে যাচ্ছে নতুন বছর। এই বছরই প্রথম পর্দায় আসতে চলেছে জিৎ অভিনীত ছবি অসুর। ছবিতে আরও দুই চরিত্রে থাকছেন নুসরত ও আবির। অসুর ছবির ট্রেলার মুক্তির পর থেকেই তা সকলের নজর কেড়েছিল। মনে করিয়ে দিয়েছিল দেশপ্রিয় পার্কের কথা। তবে গল্পের সঙ্গে তাঁর বিষয় বস্তুর মিল থাকলেও মিল নেই বাস্তবের ঘটনার। 
পাভেল পরিচালিত ছবি অসুর এক ভিন্নস্বাদের ছবি। যা দেখার অপেক্ষায় এখন সকলেই। সেই ছবি ঘিরে কতটা উত্তেজিত জিৎ! অকপটে স্বীকার করেন তিনি, হয়তো জিতের চেনা লুকে না পাওয়া গেলেও, এমন কিছু চরিত্র সব অভিনেতারাই করতে চান, যা তাঁদের খানিকটা আলাদা করে রাখে। 

Related Video