Asianet News BanglaAsianet News Bangla

কোজাগরী লক্ষ্মীপুজোয় নিজের হাতে বাড়ির ঠাকুরকে সাজালেন অপরাজিতা আঢ্য

Oct 20, 2021, 6:13 PM IST

অভিনেত্রী অপরাজিতা আঢ্য-র বাড়িতে লক্ষ্মী পুজো। প্রতি বছরই নিজেই পুজোর সমস্ত জোগাড় করেন তিনি। এবছরও তার অন্যথা হল না, দেখা গেল একই ছবি। নিজের হাতে ঠাকুর সাজাতে দেখা গেল তাঁকে। এবার তবে নিজেই পুজো করলেন অপরাজিতা আঢ্য। করোনার কথা মাথায় রেখে পুজোয় আনন্দের কথাও বললেন তিনি। সেই সঙ্গেই সবাইকে লক্ষ্মী পুজোর শুভেচ্ছাও জানালেন। 

Video Top Stories