Asianet News BanglaAsianet News Bangla

৩৬টি আঞ্চলিক ভাষা সহ বিদেশি ভাষাতেও গান গাওয়ার রেকর্ড আছে লতা মঙ্গেশকরের, এক নজরে জেনে নিন তাঁকে

Sep 28, 2020, 3:46 PM IST

৯০ পেরিয়ে ৯১ বছরে পা রাখলেন সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকর। ২৮ সেপ্টেম্বর ১৯২৯ সালে জন্ম হয় তাঁর। বাবা পন্ডীত শ্রী দীননাথ মঙ্গেশকর একাধারে ছিলেন সুরকার ও অভিনেতা। একাধিক মারাঠি থিয়েটারে অভিনয় করেছেন তিনি। তাঁরই জ্যেষ্ঠ কণ্যা লতা মঙ্গেশকর। তাই জন্ম থেকেই তাঁর রক্তে ছিল সঙ্গীত। মাত্র ১৩ বছর বয়সে বলিউডে আগমণ হয় তাঁর। সুর সম্রাজ্ঞীকে প্রথম সুযোগ দেন মাস্টার গুলাম হায়দার। এখনও পর্যন্ত ১০০০ -এর বেশি ভারতীয় ছবিতে গান গেয়েছেন তিনি। ভারতের মোট ৩৬টি আঞ্চলিক ভাষাতে গান গাওয়ার রেকর্ডও আছে তাঁর। শুধু ভারতীয় ভাষাই নয় এমনকি বিদেশি ভাষাতেও গান গেয়েছেন তিনি। ভারতরত্ন পাওয়া সঙ্গীত শিল্পীর মধ্যে তিনিই একজন। ডট্যার অব দ্য নেশন খেতাবও আছে তাঁর ঝুলিতে। এছাড়াও দাদাসাহেব ফালকে, পদ্মবিভূষণ, পদ্মশ্রী সম্মানেও সম্মানিত হয়েছেন তিনি।  

Video Top Stories