৪০ হাজারেরও বেশি গান গেয়ে দর্শকের মনে জায়গা করে নিয়েছিলেন বালাসুব্রমণিয়াম, তাঁর প্রয়াণে শোকের ছায়া

  • প্রয়াত প্রখ্যাত সঙ্গীত শিল্পী বালাসুব্রমণিয়াম
  • গান ছিল যেন তাঁর শিরায়-শিরায় এবং উপশিরায়
  • করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন তিনি
  • এক নজরে বালাসুব্রমণিয়াম
/ Updated: Sep 27 2020, 11:39 AM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

বিনোদন জগতের আরও এক নক্ষত্র পতন। প্রয়াত প্রখ্যাত সঙ্গীত শিল্পী বালাসুব্রমণিয়াম। তাঁর মৃত্যুতে শোকের ছায়া বিনোদন জগতে। সঙ্গিত ছিল যেন তাঁর শিরায়-শিরায় এবং উপশিরায়। করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন তিনি। পুরো নাম শ্রীপথি পণ্ডিতায়ুধ্যয়ালা বালাসুব্রমণিয়াম। ১৬টি ভাষায় গান গেয়েছেন এসপি বালাসুব্রমণিয়াম।শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। এসপি বালাসুব্রমণিয়াম এমন একজন গায়ক যার নামের পাশে জ্বলজ্বল করছে ৪০ হাজারেরও বেশি গান। যা তাঁকে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে স্থান করে দিয়েছে। ৬ বার জাতীয় পুরষ্কার ৪টি ভাষা থেকে। তেলগু ভাষায় গান করে ২৫ বার অন্ধ্রপ্রদেশ স্টেট নন্দী সম্মান লাভ। এহেন বালাসুব্রমণিয়াম বিদায় নিলেন চিরতরে।