নুসরতের রিসেপশনে চাঁদের হাট, মধ্যমণি মমতা, দেখুন ভিডিও

  • নুসরত জাহান-নিখিল জৈনের রিসেপশনে এলেন মমতা বন্দোপাধ্যায়
  • নবদম্পতিকে সঙ্গে নিয়েই তিনি পাঁচতারা হোটেলে এসে পৌঁছান
  • তার আগে তারকা সাংসদকে নিয়ে সারাদিন ছিলেন রথযাত্রার অনুষ্ঠানে
  • মুখ্যমন্ত্রী আসতেই রিসেশন হয়ে উঠল মমতাময়

Share this Video

বিয়ে করেছিলেন বিদেশ বিভূঁইয়ে। তারপর দেশে ফেরার পর থেকে সাংসদ হিসেবে শপথ গ্রহণ, ফতোয়ার মোকাবিলা - অনেক ঝড় ঝাপটা সামলাতে হয়েছে। অবশেষে বৃহস্পতিবার কলকাতার হোটেল রয়্যাল বেঙ্গলে বিয়ের রিসেপশনের অনুষ্ঠান করছেন নুসরত জাহান।

অবশ্য রিসেপশনের দিনটাও অভিনেত্রী সাংসদের কেটেছে ব্যস্ততার মধ্যেই। সকাল সকালই মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের সঙ্গে মায়াপুর গিয়েছিলেন ইসকনের রথযাত্রায় যোগ দিতে। সঙ্গে ছিলেন স্বামী নিখিলও। সেখান থেকে পরের গন্তব্য ছিল মাহেশ। এরপর বিকেলে দলের তারকা সাংসদের রিসেপশনে মুখ্যমন্ত্রী থাকতে পারবেন কিনা তাই নিয়ে প্রশ্ন ছিল। কিন্তু কার্যক্ষেত্রে দেখা গেল নবদম্পতিকে সঙ্গে নিয়েই পাঁচতারা হোটেলে এসে পৌঁছলেন মমতা বন্দোপাধ্যায়। রিসেপশনের দিনটা আক্ষরিক অর্থেই মমতাময় হয়ে থাকল তারকা সাংসদের।

Related Video