টেলি দুনিয়ায় সুন্দরী সুরভি, যিনি শুধু রূপে নয় অ্যাডভেঞ্চারেও আপনাকে ভুল-ভুলাইয়াতে টেনে নিয়ে যাবেন

  • নাগিন ৫-এ এখন নায়িকা সুরভি চন্দনা
  • সুন্দরী সুরভি-কে দেখলে মনে হবে গার্ল ফ্রম নেক্সট ডোর 
  • সুন্দর অভিনয় দিয়ে টেলিদুনিয়ার মন কেড়েছেন সুরভি
  • তাঁর নিটোল সৌন্দর্যে জনপ্রিয়তা দেয় তাঁর সংলাপ 
  • 'খিড়কিতোড় আইডিয়া' সুরভি-র মুখের সঙ্গে সমার্থক
     

Share this Video

যাকে বলে গার্ল অফ নেক্সট ডোর। সুরভি চন্দনা সম্পর্কে এই শব্দবন্ধ একশো শতাংশ খাঁটি। সুরভি-কে দেখলে মনেই হবে এই মেয়েটি নিশ্চয় আপনার পাশের বাড়ি-তেই থাকেন। আসলে সুন্দরী সুরভি-র এটাই ইউএসপি। সিম্পলিসিটি। যা দিয়ে তিনি ভারতীয় টেলিভিশনের সিরিয়ালে হইচই ফেলে দিয়েছিলেন বহু বছর আগে। ২০১৬ সালে ইশকবাজ নামে একটি সিরিয়াল ভারতীয় টেলি দর্শকদের মধ্যে বিপুল জনপ্রিয়তা পেয়েছিল। আর সেই সিরিয়ালে মুখ্য চরিত্রে থাকা সুরভি তাঁর অভিনয়ে তাক লাগিয়ে দিয়েছিলেন। এক নাম-পরিচয়হীন মেয়ের চরিত্রে অভিনয় করে তিনি বুঝিয়ে দিয়েছিলেন তিনি টেলি দুনিয়ায় বড়ো তারকা হতেই এসেছেন। ইশকবাজ সিরিয়ালে কার্যত হাত খুলে যেন ব্যাটিং করেছিলেন সুরভি। মুম্বই-এর মেয়ে তিনি। সেই সঙ্গে পড়াশোনাতেও বেশ ভালোই ছিলেন। স্বাভাবিকভাবেই মুম্বই ফিল্মি জগত এবং অভিনয় জগত সম্পর্কে তাঁর ভালোই ধারনা ছিল। ২০০৯ সালে টেলি দুনিয়ায় অভিনয়ে পা রাখেন সুরভি। কিন্তু, সেই সব অ্যাসাইমেন্ট সুরভি-কে কোনও প্ল্যাটফর্ম দিতে পারেনি। ইশকবাজ- সিরিয়ালে কাজ তাঁকে খ্যাতির শিখরে নিয়ে যায়। ২০১৯ সালে সঞ্জীবনি নামে একটি সিরিয়াল-ও সুরভি-র জনপ্রিয়তাকে বাড়াতে সাহায্য করে। বর্তমানে নাগিন ৫ নামে একটি সিরিয়ালে অভিয় করছেন সুরভি।

Related Video