Asianet News BanglaAsianet News Bangla

গানের সুরে স্বামীর প্রাক্তন প্রেমিকাকে হুমকি দিলেন নেহা কক্কর, কি বললেন তিনি, দেখে নিন

  • বিয়ের পর থেকেই একরকম লাইম লাইটে নেহা কক্কর
  • কখনও বেবি বাম্পে ভাইরাল হচ্ছেন তিনি
  • কখনও দেখা যাচ্ছে স্বামীর সঙ্গে খুনসুটি করতে
  • এবার গানের সুরে স্বামীর প্রাক্তনীকে হুমকি দিলেন তিনি
Jan 18, 2021, 1:05 PM IST

২০২০ -তে বিয়ে সেরেছেন নেহা কক্কর ও রোহান প্রীত সিং। তার পর থেকেই লাইম লাইটে রয়েছেন এই দম্পতি। এক এক বার এক এক ভিডিওতে ভাইরাল হয়েছেন তাঁরা। কখনও তাঁদের দেখা গিয়েছে হানিমুনে গিয়ে রোম্যন্স করতে। কখনও আাবার বেবি বাম্পে আলোড়ন ছড়িয়েছেন নেহা। এবার সেই নেহা কক্করকেই দেখা গেল হুমকি দিতে। গানের সুরে হুমকি দিচ্ছেন তিনি। স্বামী রোহান প্রীত সিং -এর প্রাক্তন প্রমিকাকে হুমকি দিতে শোনা গেল তাঁকে।

Video Top Stories