চমকে দেওয়া সাফল্য, সর্বোচ্চ উপার্জনকারী হিন্দি ডাব দক্ষিণী ফিল্মের তালিকায় তৃতীয় স্থানে আরআরআর

২৫ মার্চ মুক্তি পেয়েছে রাজামৌলির ছবি আরআরআর। মুক্তি পাওয়ার পরই বক্স অফিসে ঝড় তুলেছে রাজামৌলির ছবি আরআরআর। সর্বোচ্চ উপার্জনকারী হিন্দি ডাব দক্ষিণী ফিল্মের তালিকায় তৃতীয় স্থানে রয়েছে এখন আরআরআর। 

/ Updated: Apr 04 2022, 02:57 PM IST

Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

২৫ মার্চ মুক্তি পেয়েছে এসএস রাজামৌলির ছবি আরআরআর। মুক্তি পাওয়ার পরই বক্স অফিসে ঝড় তুলেছে রাজামৌলির ছবি আরআরআর। বক্স অফিসে বড় সাফল্য পেয়েছে এই। সর্বোচ্চ উপার্জনকারী হিন্দি ডাব দক্ষিণী ফিল্মের তালিকায় তৃতীয় স্থানে রয়েছে এখন আরআরআর। এই তালিকায় এসএস রাজামৌলির বাহুবলী ২ সর্বোচ্চ স্থানে রয়েছে, এরপরেই রয়েছে রজনীকান্ত এবং অক্ষয় কুমারের ২.০। ইতিমধ্যেই আরআরআর-এর বক্স অফিস কালেকশন ১০০ কোটি পেরিয়েছে, এমনকি ২০০ কোটি ছুঁতে চলেছে এই ছবি। মাত্র ৯ দিনে আরআরআর-এর বক্স অফিস কালেকশন ১৬৪.০৯ কোটি, যেখানে বাহুবলীর কালেকশন ৫১১.৩০ কোটি। ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ টুইট করে জানিয়েছেন ৯ দিনে আরআরআর-এর বক্স অফিস কালেকশন ১৬৪.০৯ কোটি। শুধু ভারত নয় গোটা বিশ্বে ইতিমধ্যেই বড় সাফল্য পেয়েছে এই ছবি। গোটা বিশ্বে এই ছবির বক্স অফিস কালেকশন ৯০০ কোটি ছাড়িয়েছে। ছবি দেখতে সিনেমা হলে ছুটে যাচ্ছেন সিনে প্রেমিকরা।  

Read more Articles on