Asianet News BanglaAsianet News Bangla

Puja-Kunal wedding: পূজা-কুণালের বিয়েতে এলাহি আয়োজন গোয়ায়

Nov 15, 2021, 4:01 PM IST

জমকালো বাঙালি বিয়ের আসর বসতে চলেছে গোয়ায়। বিয়ের আগে হাতে মেহেন্দি, সবুজ লেহেঙ্গা পরেই নজর কাড়লেন জনপ্রিয় বাঙালি অভিনেত্রী পূজা বন্দ্যোপাধ্যায় ।  ১৫ নভেম্বর কুণাল ভার্মার সঙ্গেই সাতপাকে বাঁধা পড়তে চলেছেন পূজা বন্দ্যোপাধ্যায়। গতবছর লকডাউনেই রেজিস্ট্রি করে বিয়ে সেরে নিয়েছিলেন এই জুটি। করোনাই বাঁধা হয়ে দাঁড়িয়েছিল তাদের সামাজিক বিয়েতে। কম অতিথি নিয়ে বিয়ে হোক এটা কখনওই চাননি, জাঁকজমক বিয়ে করারই ইচ্ছে ছিল পূজা-কুণালের।  এবার সেই ইচ্ছেপূরণ হতে চলেছে এবং ধুমধাম করেই বিয়ে করতে চলেছেন জনপ্রিয় জুটি। পূজা বন্দ্যোপাধ্যায় ও কুণাল ভার্মা সর্বদাই রয়েছেন শিরোনামে।  ইতিমধ্যেই সপরিবরারে গোয়ায়  উড়ে গিয়েছেন পূজা ও কুণাল। গোয়াতেই বসতে চলেছে বাঙালি বিয়ের আসর। দুইজনেরই পরিবার , আত্মীয় এবং ঘনিষ্ঠ বন্ধু-বান্ধবদের উপস্থিতিতে বসছে বিয়ের জমকালো আসর। ইতিমধ্যেই বিয়ের আগের ঝলক সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। যেখানে হাতে মেহেন্দি, সবুজ রঙের লেহেঙ্গায় নজর কেড়েছেন পূজা। পূজা ও কুণালের মেহেন্দির অনুষ্ঠানেই টলিপাড়ার একঝাক তারকাদের উপস্থিতি লক্ষ করা গেছে। যেমন টলি অভিনেতা অঙ্কুশ হাজরা, ও অভিনেত্রী ঐন্দ্রিলা, এছাড়াও স্বনামধন্য গায়ক অনিক ধরকেও দেখা গেছে মেহেন্দির অনুষ্ঠানে। জমকালো বিয়ের আসর নিয়ে ইতিমধ্যেই উত্তেজনার পারদ তুঙ্গে। তার উপর ছেলে কৃশিবকে নিয়ে বিয়ের পিঁড়িতে বসছেন পূজা ও কুণাল। আর কী কী চমক থাকতে চলেছে তা সমস্তটা জানার জন্য মুখিয়ে রয়েছেন ভক্তরা।

Video Top Stories