Asianet News BanglaAsianet News Bangla

ছোট্ট সিম্বাকে সঙ্গে নিয়ে রাজ চক্রবর্তীর মহানগরকে গুড মর্নিং বার্তা, নেটদুনিয়ায় ভাইরাল সেই ভিডিও

Sep 24, 2020, 3:29 PM IST

সদ্য বাবাকে হারিয়েছেন রাজ। সেই দুঃখ কাটিয়েই এখন ছেলে ইউভানকে নিয়ে মেতেছেন তিনি। কখনও ছেলের সঙ্গে চলছে আলাপচারিতা তো কখনও ইউভানকে সঙ্গে নিয়েই কলকাতাকে গুড মর্নিং জানাচ্ছেন রাজ। আর সেই কথা যেন মন দিয়ে শুনছে ছোট্ট ইউভান। মহালয়ার দিন ইউভানকে সঙ্গে নিয়ে শুভশ্রী ফিরেছেন বাড়িতে। আর এখন সেই ছেলেকে নিয়ে যে রাজ বেশ ব্যস্ত, এই ভিডিওই তার প্রমান। তবে ভিডিওতে দেখা যায়নি শুভশ্রীকে, কারণ ছেলে আর বাবাকে ক্যামেরা বন্দি করতেই ব্যস্তি ছিলেন তিনি। ভিডিওতে ইউভানের আরও একটা নাম শোনা গিয়েছে। রাজ তাকে 'সিম্বা' বলে সম্বোধন করছেন। আর সিম্বাকে নিয়ে রাজের এই ভিডিওই এখন ভাইরাল নেটদুনিয়ায়।