মুক্তি পেল রজনীকান্তের 'দরবার', উন্মাদনা থালাইভার ভক্তদের মধ্যে
বয়স পৌঁছে গিয়েছে ৭০-এর মধ্যে। তবে এখনও তিনি বিনোদন জগতের সেরা 'শো ম্যান'। তাঁকে ঈশ্বর মানেন ভক্তরা। আর সেই রজনীকান্তের ছবি 'দরবার'। ছবিতে এর পুলিশ আধিকারিকের চরিত্রে দেখা যাচ্ছে থালাইভা-কে। অ্যাকশনে ভরপুর এই ছবির ইউএসপি খোদ রজনীকান্ত নিজেই। ছবির মুক্তি ঘিরে এখন তামিলনাড়ু জুড়ে জন্মাদনা। সাকল থেকেই সিনেমা হলগুলির সামনে টিকিটের জন্য দেখা যাচ্ছে লম্বা লাইন। ফ্যানেদের অনেকেই এসেছেন থালাইভার ছবি দেওয়া টি-শার্ট পরে।
বয়স পৌঁছে গিয়েছে ৭০-এর মধ্যে। তবে এখনও তিনি বিনোদন জগতের সেরা 'শো ম্যান'। তাঁকে ঈশ্বর মানেন ভক্তরা। আর সেই রজনীকান্তের ছবি 'দরবার'। ছবিতে এর পুলিশ আধিকারিকের চরিত্রে দেখা যাচ্ছে থালাইভা-কে। অ্যাকশনে ভরপুর এই ছবির ইউএসপি খোদ রজনীকান্ত নিজেই। ছবির মুক্তি ঘিরে এখন তামিলনাড়ু জুড়ে জন্মাদনা। সাকল থেকেই সিনেমা হলগুলির সামনে টিকিটের জন্য দেখা যাচ্ছে লম্বা লাইন। ফ্যানেদের অনেকেই এসেছেন থালাইভার ছবি দেওয়া টি-শার্ট পরে।
দরবার ঘিরে উন্মাদনা দেখে রাজ্যের সমস্ত হলে ৪ দিন ধরে 'দরবার'-এর বিশেষ শো প্রদর্শনের অনুমতি দিয়েছে তামিলনাড়ু সরকার। সিনেমার সামফল্য কামনা করে মাদুরাইয়ের আম্মান মন্দিরে পুজো দিচ্ছেন থালাইভার মক্তরা। দরবার সুপারস্টার রজনীকান্তের ১৬৭ তম সিনেমা। ছবিটির পরিচালনা করেছেন এ আর মুরুগাদস।