প্রয়াত কেকে, শোকে কথা হারালেন অনুপম-বাবুলরা
কেকে-র আকষ্মিক প্রয়াণে শোকস্তব্ধ বাংলার সঙ্গীত জগত। কেকে-র সঙ্গে একাধিক কাজের অভিজ্ঞতা জিৎ, অনুপমদের। ২৭ বছর ধরে জিৎ গঙ্গোপাধ্য়ায়ের সঙ্গে বন্ধুত্ব ছিল কেকে-র। বব বিশ্বাস ছবিতে কেকে একটি গান করেছেন অনুপনের সঙ্গীত পরিচালনায়। কেকে এক অসামান্য প্রতিভা এবং দুরন্ত গায়ক, বলছেন সকলে। কেকে-র প্রয়াণের খবর পেতেই রাতে হাসপাতালে পৌঁছে গিয়েছিলেন অনেকে।
কেকে-র আকষ্মিক প্রয়াণে শোকস্তব্ধ বাংলার সঙ্গীত জগত, কেকে-র সঙ্গে একাধিক কাজের অভিজ্ঞতা জিৎ, অনুপমদের , ২৭ বছর ধরে জিৎ গঙ্গোপাধ্য়ায়ের সঙ্গে বন্ধুত্ব ছিল কেকে-র ,বব বিশ্বাস ছবিতে কেকে একটি গান করেছেন অনুপনের সঙ্গীত পরিচালনায় | কেকে এক অসামান্য প্রতিভা এবং দুরন্ত গায়ক, বলছেন সকলে | কেকে-র প্রয়াণের খবর পেতেই রাতে হাসপাতালে পৌঁছে গিয়েছিলেন অনেকে | ফেরা হল না বাড়িতে তার আগেই চির ঘুমের দেশের চলে গেলেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী কেকে ওরফে কৃষ্ণকুমার কৃষ্ণকুমার কুন্নাথ। সঙ্গীত শিল্পীর অকাল প্রয়াণে শোকস্তব্ধ সঙ্গীত থেকে গোটা বিনোদন মহল। তবে প্লে ব্যাক সিংগিং আর লাইভ কনসার্ট এই দুইয়ের মধ্যে রয়েছে এক বিস্তর ফারাক। শারীরিক এবং মানসিকভাবে কতটা শক্তির প্রয়োজন হয় এই ধরণের লাইভ অনুষ্ঠান করতে গিয়ে? কলকাতায় পরপর দু দিনের কনসার্টে নজরুল মঞ্চে উপস্থিত ছিলেন বলিউডের জনপ্রিয় গায়ক কেকে। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কেকের কলকাতা কনসার্টের কথা আগেই ছড়িয়ে পড়েছিল শহর জুড়ে। আর পছন্দের গায়ককে এতটা কাছ থেকে দেখার বা তাঁর লাইভ অনুষ্ঠান সামনে থেকে অনুভব করার সুযোগটা হারাতে চান নি অসংখ্য মানুষ। সেই কারণে মঙ্গলবার উপচে পড়া ভিড় পরিলক্ষিত হয়েছিল নজরুল মঞ্চে। যেখানে নজরুল মঞ্চের ভিতরে ২৪৮৩ জনের জায়গা রয়েছে সেখানে নজরুল মঞ্চের স্টাফরা জানিয়েছেন যে লোক হয়েছিল না কি প্রায় ৬ থেকে ৭ হাজার। ফলে ভিড় সামাল দিতে রীতিমত নাকানি চোবানি খেতে হয় তাঁদের।