মায়ের আগমণ কাটিয়ে দেবে সব বাধা, পুজো নিয়ে কি ভাবছেন 'ঋতু' শুনে নিন তাঁর মুখ থেকেই

  • নর্মাল থেকে নিউ নর্মাল সিঙ্গাপুরে দিন কাটছে ঋতুপর্ণা সেনগুপ্তের
  • সিঙ্গাপুরে থেকেও অনলাইনে কাজের কথা ভাবছেন তিনি
  • সাধারাণ মানুষের কথাও আছে তাঁর ভাবনায়
  • ভার্চুয়াল আড্ডায় আর কি বললেন 'ঋতু' দেখে নিন

/ Updated: Oct 03 2020, 10:42 AM IST

Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

লকডাউনে কলকাতা নয় সিঙ্গাপুরে পরিবারের সঙ্গে দিন কাটছে ঋতুপর্ণা সেনগুপ্তর। সারাবছরই শুটিংয়ে ব্যস্ত থাকেন ঋতুপর্ণা। তাই বাড়িতে তেমন সময় দিতে পারেননা বললেই চলে। তবে দীর্ঘ দিন পরে এই লকডাউন যেন তাঁকে পরিবারের অনেকটা কাছাকাছি এনে দিয়েছে। তবে লক ডাউনেও শুটিংয়ের কাজ যেন একরকম থমকে গিয়েছে। অনেকেই কাজ হারিয়েছেন তাদের। তাই তাদের নিয়ে তিনি এখন বেশ চিন্তিত। তবে তিনি আশা করছেন আস্তে আস্তে আবারও শুরু হবে কাজ আগের মত পুরো দমে। সেই সঙ্গেই তাঁর বিশ্বাস পুজোয় মা দুর্গার আশির্বাদে সব আগের মত হয়ে যাবে। তবুও পুজোয় কলকাতায় আসা নিয়ে এখনও তিনি অনিশ্চয়তার মধ্যে আছেন, কারণ এবার হয়ত পুজোটা তাঁর সিঙ্গাপুরেই কাটবে তাঁর কলকাতায় আর আসা হবে না।