মুখের হাসি থেকে কপাল জোড়া টিপ কোনটাই আর দেখতে পাবনা, শর্বরী দত্তের প্রয়াণে শোকাহত ঋতুপর্ণা সেনগুপ্ত
- শর্বরী দত্তের প্রয়াণে শোকাহত ঋতুপর্ণা সেনগুপ্ত
- কিছুতেই মেনে নিতে পারছেন না শর্বরী-দি আর নেই
- তাঁর কথায় একজন অসাধারণ মানুষ চলে গেলেন
- শুনে নিন শর্বরী দত্তের প্রয়ানে ঋতুপর্ণার প্রতিক্রিয়া
'একের পর এক দুঃসংবাদে কাটছে এই বছর' বললেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। শর্বরী দত্তের প্রয়াণে গভীরভাবে শোকাহত ঋতুপর্ণা সেনগুপ্ত। প্রয়াত হয়েছেন প্রখ্যাত ফ্যাশন ডিজাইনার শর্বরী দত্ত। তাঁর অস্বাভাবিক মৃত্যু ঘিরে দানা বেঁধেছে রহস্য। ব্রড স্ট্রিটের বাড়ির শৌচাগার থেকে উদ্ধার হয় তাঁর দেহ। বৃহস্পতিবার রাত সাড়ে ১১ টা নাগাদ উদ্ধার কার হয় তাঁকে। পরিবার সূত্রে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। শৌচাগারে পড়ে গিয়ে হৃদরোগে আক্রান্ত হন বলেই অনুমান। আর এই শর্বরী দত্তের মৃত্যু নিয়েই ঋতুপর্ণা বললেন এখনও তিনি কিছুতেই মেনে নিতে পারছেন না শর্বরী-দি আর নেই। 'মুখের হাসি থেকে কপাল জোড়া টিপ কোনটাই আর দেখতে পাবনা' বললেন তিনি। বিয়ে থেকে বৌভাত শর্বরী দত্তের ডিজাইন করা পঞ্জাবিতেই সেজে ছিলেন ঋতুপর্ণার স্বামী। তাঁর কথায় পৃথিবী থেকে একের পর এক গুণি মানুষ চলে যাচ্ছেন।