অমৃতার সঙ্গে মুম্বইয়ের রাজপথে নবাব কন্যা, ফ্যানেদের আবদারে তুললেন সেলফি

শপিং করতে কার না ভাল লাগে, ব্যতিক্রম নন সারা আলি খানও। সম্প্রতি মা অমৃতা সিং-এর সঙ্গে মুম্বইয়ের খারের এক ডিজাইনার স্টোরে গিয়েছিলেন কেদারনাথের হিরোইন। মায়ের সঙ্গে শপিং করে  বেরোতেই মিডিয়ার নজরে পড়ে যান সইফ আলি খানের কন্যা। তাকে দেখে চিনতে পেরে এগিয়ে আসেন পথচলতি মানুষও। তবে স্টারডম ছেড়ে  হাসিমুখেই সকলের সেলফির আবদার মেটাতে দেখা যায় বলিউডের নতুন হার্টথ্রবকে। 

Share this Video

শপিং করতে কার না ভাল লাগে, ব্যতিক্রম নন সারা আলি খানও। সম্প্রতি মা অমৃতা সিং-এর সঙ্গে মুম্বইয়ের খারের এক ডিজাইনার স্টোরে গিয়েছিলেন কেদারনাথের হিরোইন। মায়ের সঙ্গে শপিং করে বেরোতেই মিডিয়ার নজরে পড়ে যান সইফ আলি খানের কন্যা। তাকে দেখে চিনতে পেরে এগিয়ে আসেন পথচলতি মানুষও। তবে স্টারডম ছেড়ে হাসিমুখেই সকলের সেলফির আবদার মেটাতে দেখা যায় বলিউডের নতুন হার্টথ্রবকে। 

Related Video