Saraswati Puja 2022: পরিবারের সঙ্গে সরস্বতী পুজো কেমন কাটছে কণীনিকা-র, দেখে নিন

সরস্বতী পুজোয় মেতেছেন টলি তারকারা। সরস্বতী পুজোয় মেতেছেন অভিনেত্রী কণীনিকাও। তাঁর বাড়িতে সরস্বতী উপলক্ষে বিশেষ আয়োজন হয়েছে। পুজো কেমন কাটছে কণীনিকার, লাইভে জানালেন অভিনেত্রী। পরিবারের সঙ্গেই সরস্বতী পুজো কাটাতে দেখা গেল অভিনেত্রীকে।
 

Share this Video

কম বেশি সবার বাড়িতেই হয় সরস্বতী পুজো। এই তালিকা থেকে বাদ যাননা তারকারাও। অধিকাংশ টলি তারকার বাড়িতেই দেখা যায় সরস্বতী পুজো। তেমনই অভিনেত্রী কণীনিকা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতেও হয় সরস্বতী পুজো। শনিবার সরস্বতী পুজোয় মেতে উঠতে দেখা গিয়েছে টলি তারকাদের। সরস্বতী পুজোয় মেতেছেন অভিনেত্রী কণীনিকাও। তাঁর বাড়িতে সরস্বতী উপলক্ষে বিশেষ আয়োজন হয়েছিল। পুজো কেমন কাটছে কণীনিকার, লাইভে জানালেন অভিনেত্রী। পরিবারের সঙ্গেই সরস্বতী পুজো কাটাতে দেখা গেল অভিনেত্রীকে। পরিবারের সঙ্গে তিনি যে চুটিয়ে মজা করছেন সরস্বতী পুজোয় সেই ছবি ধরা পড়ল তাঁর ক্যামেরায়। বাড়িতে আত্মীয় সজন থেকে শুরু করে দেখা গেল তাঁর কন্যা এবং পুত্রকেও। লাইভের মাঝেই দেখা লেন তাঁর কন্য়া শাড়ি পরে কেমন সেজেছে। শাড়ি পরে অসাধারণ দেখাচ্ছিল অভিনেত্রীকেও। সব মিলিয়ে জমজমাটি আয়োজন ছিল পুজোর। পুজোর অভিনেত্রীর মা'ও ছিলেন। লাইভের মাঝেই নিজের আত্মীয় সজনদেরকেও তুলে ধরলেন অভিনেত্রী। 

Related Video