বছরের প্রথম দিনটা হাতে হাত রেখেই কাটালেন গৌরব-রিদ্ধিমা

১৫ এপ্রিল ছিল পয়লা বৈশাখ। বর্ষবরণের আনন্দে মেতেছিল গোটা বাংলর মানুষ। এদিন তারকারাও মেতেছিলেন নববর্ষের আনন্দে। হাতে হাত রেখে নতুন বছর শুরু গৌরব-রিদ্ধিমার।

Share this Video

১৫ এপ্রিল ছিল পয়লা বৈশাখ। বর্ষবরণের আনন্দে মেতেছিল গোটা বাংলর মানুষ। নববর্ষ মানেই যে একটা নতুন বছরের শুরু। অনেক নতুন আশা নিয়ে একটা নতুন বছরের দিকে পা বাড়ায় আপমর বাঙালিরা। বাংলার চৈত্র মাসের শেষ এবং বৈশাখ মাসের প্রথম দিনটাতেই নববর্ষ হয়। নববর্ষের এই বিশেষ দিনটি সবার কাছেই খুব গুরুত্বপূর্ণ। নববর্ষের দিনটা খুবই শুভ বলে মনে করে বাঙালিরা। এই দিন ব্যবসায়ীরা দোকানে লক্ষ্মী এবং গণেশের পুজো করেন। সেই সঙ্গেই নতুন হালখাতার শুরু করেন ব্যবসায়ীরা। সব মিলিয়ে সাজো সাজো রব ওঠে গোটা বাংলা জুড়ে। বাংলা নতুন বছরের প্রথম দিনে বাঙালিরা কবজি ডুবিয়ে খাওয়া দাওয়াও করে থাকেন। বাড়িতেও সবার প্রায় থাকে বিশেষ আয়োজন। অনেকে আবার ভিড় জমান হোটেল রেস্তোরাঁয়। সব মিলিয়ে বাঙালিরা এই বিশেষ দিনে মজে থাকেন আনন্দে। এদিন তারকারাও মেতেছিলেন নববর্ষের আনন্দে। হাতে হাত রেখে নতুন বছর শুরু গৌরব-রিদ্ধিমার। বছরের প্রথম দিন মনের আনন্দে কাটালেন তারকা দম্পতি। সোশ্যাল মিডিয়ায় ভিডিও শেয়ার করে শুভেচ্ছা জানালেন তাঁরা। 

Related Video