করোনা আক্রান্ত শুভশ্রী, সেই সুযোগে ছেলে ইউভানের সঙ্গে এ কী করলেন রাজ

  • করোনা আক্রান্ত হয়েছেন শুভশ্রী
  • ভোটের কাজে এত দিন বাড়িতে ছিলেন না রাজও
  • ভোট শেষ হতেই বাড়িতে ফিরেছেন রাজ
  • বাড়িতে ফিরতে না ফিরতেই কী কান্ড বাধালেন রাজ
  • ছোট্ট ইউভানের সঙ্গে এ কি করলেন তিনি

| Updated : Apr 24 2021, 12:32 PM
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

রাজশ্রী পুত্র ইউভান এখন নেট দুনিয়ার সেনসেশন বলাই যায়। সাত মাসেই ইউভান ছোট খাটো একটা তারকা হয়ে উঠেছে। তার ভিডিও মন কেড়েছে নেটিজনদেরও। ইউভানকে নিয়েই এক কান্ড করে বসলেন রাজ। ভোটের কাজে বেশ কিছুদিন বাড়ির বাইরে থাকতে হয়েছে তাঁকে। অন্যদিকে করোনা আক্রান্ত হয়েছে শুভশ্রী তাই ছেলের কাছে তেমন থাকা হচ্ছে না তাঁর। ভোটের কাজ শেষ করে বাড়ি ফিরতেই ছেলে ইউভানকে আদোরে ভরালেন রাজ। সেশ্যাল মিডিয়ায় ভিডিও পেস্ট করে জানালেন তাঁর অত্যাচারে নাকি ইউভান জর্জরিত। তবে ছোট্ট ইউভানকে দেখে বেশ বোঝা যাচ্ছে এতদিন পরে বাবাকে কাছে পেয়ে বেজায় খুশি সে। বাবার আদরে বিরক্ত না মহা আনন্দেই রয়েছে সে।

Related Video