রাস্তার মধ্যে একি করছেন মধুমিতা, কখনও দৌড়চ্ছেন মুরগির পিছনে তো কখনও কুকুর দৌড়াচ্ছে তাঁর পিছনে
Nov 11, 2020, 9:34 PM IST
সম্প্রতি পাহাড়ে ঘুরতে গিয়েছেন মধুমিতা। আর সেখানে গিয়ে একের পর এক ভিডিও শেয়ার করছেন তিনি। মজায় ছুটি কাটাচ্ছেন সেখানে তিনি। আর সেখানে গিয়ে এক ঘটালেন মধুমিতা। সেখানে গিয়ে তিনি ছুটে বেড়াচ্ছেন মুরগির পিছনে। মুরগির বাচ্চাদের দেখে কি করবে বুঝে পাচ্ছেননা তিনি। কখনও আবার দেখা যাচ্ছে কুকুরকে আদর করছেন তিনি। কুকুরকে নাকি তাঁর বেজায় ভয়
অথচ সব ভয় ভুলেই আদার করতে মত্ত তিনি সেখানে। কুকুর গুলিও আদর খাবে বলে ঘুরে বেড়াচ্ছে তাঁর পিছনে। এক রকম কুকুরের প্রেমেই পড়ে গিয়েছেন তিনি।